Open in app

ডাবের আইসক্রিম

0পর্যালোচনা
রেটিং দিন!
প্র সময়  20 min
রান্নার সময়  10 min
পরিবেশন করা  4 people
Kamalika Bhowmik28th May 2018
 • হুইপ ক্রিম - ১ কাপ
 • ডাবের জল - ১ ১/৪ কাপ
 • ডাবের স্বাস - 4 টি ডাবের
 • গুঁড়ো চিনি - আধা কাপ ( স্বাদনুসার)
 • মিল্ক মেড - ১/২ কাপ
 1. ১. প্রথমে ক্রিম কে ভালো ভাবে মিশিয়ে নিন যতক্ষণ না ১ বা ২ তো পিক হয়।
 2. ২. এবার একটি ব্লেন্ডারের জার এ ডাবের জল এবং ডাবের স্বাস নিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার পর এরকম দেখতে হবে।
 3. ৩.এবার ব্লেন্ড করে রাখা হুইপড ক্রিম এ গুঁড়ো চিনি মেশান।
 4. ৪.এরপর তাতে মিল্ক মেড মেশান।
 5. ৫. ব্লেন্ড করে রাখা ডাবের জল আর স্বাস এর মিশ্রণ ক্রিমের মিশ্রণ এর সাথেও মিশিয়ে নিন।
 6. ৬.ওপরের সমস্ত উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিয়ে ডাবের কুচি যোগ করুন তাতে।
 7. ৭.সব ভালোভাবে মেশানো হয়ে গেলে বরফ জমানোর পাত্রে বা যে কোনো ঢাকনা যুক্ত বাটিতে ঢেলে ফ্রিজে ৬-৭ ঘন্টার জন্য বা সারারাত্রি জমতে দিন।
 8. ৮.আইস ক্রিম পুরো জমে গেলে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

No reviews yet.

 • ডাবের পুডিং

  4 likes
 • পান আইসক্রিম

  11 likes
 • পান আইসক্রিম

  11 likes
 • পান আইসক্রিম

  6 likes
 • রোজ আইসক্রিম

  7 likes
 • কফি আইসক্রিম

  4 likes