হোম / রেসিপি / থাই স্টাইল আইস মিল্ক টি।

Photo of Thai Style Ice Milk Tea. by Ami Priyanka at BetterButter
1042
3
0.0(0)
0

থাই স্টাইল আইস মিল্ক টি।

May-28-2018
Ami Priyanka
5 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
1 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

থাই স্টাইল আইস মিল্ক টি। রেসিপির সম্বন্ধে

গরমের দুপুরে এই রকম একটা থাই স্টাইল আইস চা পেলে মনটা পুরো খুশি হয়ে যায়।এটা খেতে খুব সুন্দর।

রেসিপি ট্যাগ

  • থাই
  • ঠান্ডা পানীয়

উপকরণ পরিবেশন সংখ্যা: 1

  1. চিনি দুই চামচ
  2. ঘন আমূল লিকুইড মিল্ক হাফ কাপ।
  3. থাই চা পাতা দেড় চামচ
  4. জল এক কাপ।(বড়ো কাপ)
  5. বরফ টুকরো আটটা

নির্দেশাবলী

  1. প্রথমে চায়ের জল টা ভালো করে ফুটিয়েছে।
  2. এবার ওতে থাই চা পাতা দিয়ে ভালো করে লিকার করেছি।
  3. বেশ করা লিকার হলে ভালো হয় খেতে।
  4. লিকার এর লাল কালার এলে চিনি দিয়েছি।
  5. চিনি গোলে গেলে গ্যাস অফ করে দিয়েছি।
  6. এবার চা টা নরমাল ভাবেই ঠান্ডা করেছি।
  7. এবার একটা গ্লাস নিয়েছি।
  8. ওতে বরফ গুলো দিয়েছি।
  9. এবার ওই ঠান্ডা চা টা গ্লাস এ ঢেলেচি।
  10. এবার ওই ঘন ঠান্ডা আমূল মিল্ক টা ওই গ্লাস এ ঢেলে চামচ দিয়ে নেড়ে দিয়েছি।
  11. এবার একটা পাইপ দিয়েছি ওই চায়ের মধ্যে।
  12. ব্যাস রেডি থাই স্টাইল আইস মিল্ক টি।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার