Open in app

লেমন রাইস

1পর্যালোচনা
রেটিং দিন!
প্র সময়  20 min
রান্নার সময়  10 min
পরিবেশন করা  2 people
Shampa Das6th Jun 2018
 • * ৩ কাপ রান্না করা বাসমতী চালের ভাত
 • * ১/২ পাতিলেবুর রস
 • * ২ / ৩ টে শুকনো লঙ্কা
 • * ২/ ৩ টে কাঁচা লঙ্কা কুচি
 • * ১ ইঞ্চি টুকরো আদা কুচি
 • * ৮ - ৯ টা কাজু বাদাম
 • * ১/২ চা চামচ ছোলার ডাল
 • * ১/২ চা চামচ বিউলির ডাল
 • * ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
 • * স্বাদ অনুসারে নুন ও মিষ্টি
 • * ১/৪ চা চামচ হিং
 • * ১ টেবিল চামচ সাদা তেল
 • * ১০ - ১২ টি কারীপাতা
 • * ১/৪ চা চামচ সরষে
 • * ধনেপাতা কুচি সাজানোর জন্য
 1. * রান্না করা বাসমতী চালের ভাত একদম ঠান্ডা করে নিতে হবে
 2. * ননস্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিতে হবে
 3. * গরম তেলে কাজুগুলো ভেজে তুলে রাখতে হবে
 4. * এবার ঐ গরম তেলে সরষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে
 5. * সরষে ফাটতে শুরু করলে ছোলার ডাল ও বিউলির ডাল দিয়ে সুন্দর গন্ধ বেড়োনো পর্যন্ত ভাজতে হবে
 6. * এরপর এর মধ্যে হিং ও আদা কুচি দিয়ে সাঁতলে নিতে হবে
 7. * এরপর হলুদ গুঁড়ো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়িয়ে কারীপাতা দিয়ে রান্না করা ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে
 8. * স্বাদ মতো নুন ও মিষ্টি দিতে হবে
 9. * সব শেষে লেবুর রস ও ভেজে রাখা কাজু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে
 10. * এরপর গরম গরম পরিবেশন করার পালা প্রয়োজনে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিও।

Jayashree Mallick2 months ago

Ki darun go
 • রাইস বল

  5 likes
 • রাইস বল

  1 likes
 • লেমন এগ

  1 likes
 • রাইস রোল

  3 likes
 • লেমন রইস

  3 likes
 • ওমু রাইস

  3 likes