হোম / রেসিপি / মাসরুম বেল পেপার রাইস ।

Photo of mushroom bell pepper rice. by Dipanwita Mondal at BetterButter
462
1
0.0(0)
0

মাসরুম বেল পেপার রাইস ।

Jun-16-2018
Dipanwita Mondal
25 মিনিট
প্রস্তুতি সময়
20 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

মাসরুম বেল পেপার রাইস । রেসিপির সম্বন্ধে

সকালে বা রাতে খাওয়ার জোন্ন parfect .

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • ডিনার পার্টি
  • অল্প তেলে ভাজা
  • প্রধান খাবার
  • শুদ্ধ শাকাহারী

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. mushroom কূচনো এক বাটি ।
  2. bell pepper কুঁচি আধা বাটি ।
  3. onion কুঁচি এক টা ।
  4. এক টা গজোর কুঁচি ।
  5. আদা রসুন বাটা । 2 চা চামচ ।
  6. কাঁচা লংকা 4 টি কূচনো ।
  7. তেজ পাতা এক টা ।
  8. এলাচ 3 টি ।
  9. দারচিনি 4 টুকরো ।
  10. নুন পরিমান মতো ।
  11. চিনি পরিমান মতো ।
  12. বাসমতি চালের ভাত দু বাটি ।
  13. ঘি 2 বড় চামচ ।
  14. সাদা তেল এক বড় চামচ ।
  15. টমেটো সস এক table চামচ ।
  16. সোয়া সস এক table চামচ ।

নির্দেশাবলী

  1. করায় তেল ও ঘি দিন কিছুটা ঘি তুলে রাখুন ।
  2. গরম হলে তেজ পাতা র গোটা গরম মসলা দিন ।
  3. সুগন্ধ বেরুলে piyag দিন ।
  4. হালকা রং ধরলে আদা রসুন দিন ।
  5. কাঁচা গন্ধ চলে গেলে সব সবজি দিন ।
  6. হালকা ভাজা ভাজা হলে মুশ্রূম দিন ।
  7. খু্ব বেসি ভাজার দরকার নেই । মোটামুটি ভাজার পর কাঁচা লংকা দিন ।
  8. এবার ভাত দিন .ভালো করে মীসীযে নিন ।
  9. সোয়া সস ও টমাটো সস দিন ।
  10. পুনরায় ভালো করে মীসীযে দিন । সাদ মতো নুন ও চিনি দিন ।
  11. ভাত সবজি সব ভাজা ভাজা হয়ে এলে ঘি ছড়িয়ে নামিয়ে নিন ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার