হোম / রেসিপি / ডোনাট

Photo of Donut by Keya Deb at BetterButter
628
2
0.0(0)
0

ডোনাট

Jun-18-2018
Keya Deb
100 মিনিট
প্রস্তুতি সময়
20 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ডোনাট রেসিপির সম্বন্ধে

বাচ্চাদের খুব পছন্দের খাবার ডোনাট ।বাচ্চাকে বানিয়ে টিফিনে দিতে পারেন ।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • বাচ্চাদের রেসিপি
  • ঢিমে আঁচে রান্না
  • ডেজার্ট
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ময়দা ২ কাপ
  2. ১ কাপ গুঁড়ো চিনি
  3. ২ চামচ চিনি
  4. নুন ১ চামচ
  5. ইস্ট ৩-৪ চামচ
  6. দুধ ১ কাপ বা প্রয়োজনে বেশি
  7. ভ্যানিলা এসেন্স ১ চামচ
  8. রিফাইণ্ড তেল ২০০ গ্ৰাম
  9. কোকো পাউডার ৩ চামচ

নির্দেশাবলী

  1. ১ গ্লাস হালকা গরম দুধ নিন ।
  2. ওর মধ্যে ২ চামচ চিনি মিশিয়ে দিন ।
  3. আর ৩ চামচ ইস্ট দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিন ১৫ মিনিট মতো ।
  4. একটা ছড়ানো পাত্রে ময়দা নিন ।
  5. ১ চামচ নুন দিন
  6. এবার ইস্ট ভিজিয়ে রাখা দুধের মিশ্রণটি ময়দার মধ্যে ঢেলে দিন ‌।
  7. বাকি দুধটা দিয়ে নরম করে ময়দা মেখে নিন ।
  8. এবার ময়দা মাখাটা গোল করে নিয়ে একটু তেল মাখিয়ে একটা বড় পাত্রে রেখে প্লাস্টিক দিয়ে বা কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিন ।
  9. ১ ঘণ্টা পর দেখবেন ময়দার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে ।
  10. পরিষ্কার জায়গায় একটু শুকনো ময়দা ছিটিয়ে ডোটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে ভিতরের বাতাস বার করে ভালো করে মুথে নিন ।
  11. এবার এই ডোটাকে রুটি বেলার বেলন দিয়ে বেলে নিন ।
  12. মোটা করে বেলবেন, , ১" পুরু করে বেলে নেবেন ।
  13. এবার একটা ডোনাট কাটার দিয়ে বা না থাকলে একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিন ।
  14. আর এই গোল গোল কাটার মধ্যে এবার একটা ছোটো কৌটৌর ঢাকনা দিয়ে কেটে নিন ।
  15. কাটার পর পাশে যে বাকি অংশ থেকে যাবে সেগুলোকে আবার বেলে কেটে নিন ।
  16. সবগুলো এভাবে বানিয়ে নিন ।
  17. একটা ছড়ানো পাত্রে একটু তেল মেখে আর ঐকটু শুকনো ময়দা ছিটিয়ে ডোনাটগুলো কে একটু ফাঁকা দিয়ে দিয়ে রেখে দিন ১৫-২০ মিনিট মতো ।
  18. কড়াইতে তেল গরম করতে দিন ।
  19. ১৫-২০ মিনিট পর দেখবেন ডোনাটগুলো আরও ফুলে গেছে ।
  20. তেল খুব গরম করবেন না ,
  21. হালকা গরম হলে ডোনাট গুলো দিয়ে দিয়ে ।
  22. আঁচ কমিয়ে ভেজে নিন ।
  23. একদিক ভাজা হলে উল্টে দিয়ে অন্যদিক ভেজে নিন ।
  24. সবগুলো ভেজে নিন ‌।
  25. এবার একটা পাত্রে ১ কাপ গুঁড়ো চিনি নিন ।
  26. ওর মধ্যে দিন ৩ চামচ কোকো পাউডার ।
  27. ১ চামচ ভ্যানিলা এসেন্স
  28. আর একটু ঠাণ্ডা দুধ ।
  29. সব একসাথে মিশিয়ে নিন ‌।
  30. তৈরী হলো কোকো সস ।
  31. এবার ডোনাটগুলো এই কোকো সসের মধ্যে ডুবিয়ে পরিবেশন করুন ।
  32. তৈরী হয়ে গেলো ডোনাট ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার