হোম / রেসিপি / Gobindo bhog chaler sushi

Photo of Gobindo bhog chaler sushi by শম্পা ডি ব্যানার্জী at BetterButter
915
11
0.0(1)
0

Gobindo bhog chaler sushi

Jun-19-2018
শম্পা ডি ব্যানার্জী
20 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • উৎসব
  • ফিউশন
  • ঠান্ডা করা
  • প্রধান খাবার
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. গোবিন্দভোগ চাল 1কাপ
  2. চিনি 1/2 চামচ
  3. নুন এক চিমটি
  4. রাইস ভিনিগার 2 টেবিল চামচ
  5. সয়া সস 2 টেবিল চামচ
  6. লম্বা করে কাটা গাজর 1/4 কাপ
  7. লম্বা করে কাটা লাল, হলুদ ক্যাপসিকাম1/2 কাপ
  8. লম্বা করে কাটা আভোক্যাডো 1/2 কাপ
  9. রোস্ট করা কালো তিল 1 চা চামচ
  10. নরি সীট 2 টো
  11. তিল তেল সামান্য

নির্দেশাবলী

  1. প্রথমে, একটা ম্যাট নিয়ে সেটাকে জিপলগ ব্যাগ দিয়ে মুড়ে বানাতে হবে সুশি ম্যাট।
  2. গোবিন্দ ভোগ চালের ভাত বানিয়ে নিয়ে,এবার সব উপকরণ সাজিয়ে নিতে হবে।
  3. এবার, সুশি ম্যাটের ওপর একটু তিলের তেল লাগিয়ে, ওর ওপর একটা নরি সীট বিছিয়ে নিতে হবে।
  4. এবারে, একটা বাটিতে ভাতের মধ্যে 2 চামচ রাইস ভিনিগার, 1/2 চামচ চিনি আর এক চিমটে নুন দিয়ে, হালকা হাতে ভাত চটকে এই নরি সীটের ওপর বিছিয়ে দিতে হবে। এইসময় হাতে একটু জল লাগিয়ে নিতে হবে।
  5. এবার এই ভাতের ওপর দিতে হবে রোস্ট করা কালো তিল।
  6. এবারে, এই ভাতের ওপর একপাশ থেকে সমস্ত কাটা সবজি একে একে সাজিয়ে নিতে হবে।
  7. এবার, খুব সাবধানে একপাশ থেকে ধীরে ধীরে চেপে চেপে এই ম্যাটটাকে রোল করতে হবে। ছবির মতো।
  8. আবারো দেখলাম।
  9. এবার, ম্যাটটা খুলে সুশি রোলটাকে ম্যাটের থেকে আলাদা করতে হবে।
  10. সুশির রোলটাকে খুব সাবধানে ধরতে হবে।
  11. এবার, খুব ধারালো ছুরি দিয়ে একে একে পিস পিস করে কেটে নিন সুশি।এই ছবির মতন করে।
  12. এবার একটা লম্বা সারভিং ডিশে এক এক করে সুশিগুলোকে সাজিয়ে, স্যালাড আর সোয়া সসের সঙ্গে পরিবেশন করুন এই গোবিন্দভোগ চালের সুশি।
  13. ঠিক ছবির মতো সাজাতে হবে।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Aparna Das
Jul-04-2018
Aparna Das   Jul-04-2018

Just Awesome

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার