Open in app

স্ক্রামব্লেড এগগ উইথ ব্রেড বাটার টোস্ট

0পর্যালোচনা
রেটিং দিন!
প্র সময়  15 min
রান্নার সময়  9 min
পরিবেশন করা  1 people
Arpita Majumder29th Jun 2018
 • ডিম লাগবে 2টা
 • 2 পিস ব্রেড
 • 2চামচ বাটার
 • 2 চামচ কুচনও পিঁয়াজ
 • 1চামচ কুচনও ক্যাপসিকাম
 • 1 চামচ কুচনও গ্রিন চিল্লি
 • 1চামচ নুন
 1. প্রথমে একটা প্যানে যেতে হবে তার মধ্যে 1 চামচ বাটার দিতে হবে তার মধ্যে কুচনও পিঁয়াজ দেয়া একটু ভাজাতে করতে হবে পিঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে 2 তো ডিম ভালো করে ফাটিয়া দেয়া যেতে হবে র খুব ভালো করে নাড়তে হবে ।
 2. ভালো করে নাড়তে হবে যাথওখন না এগগ ঝড়ো ঝড়ো নাহয় তার পর তার মধ্যে একটু নুন কুচনও পিঁয়াজ ,ক্যাপসিকাম ,সবুজ লঙ্কা নামিয়ে ফেলতে হবে । এর ব্রেড তা ভালো করে টোস্ট করে বাটার মাখিয়ে দিলে আমার খাবার রেডি ।

No reviews yet.

 • ব্রেড বাটার টোস্ট

  0 likes
 • ডিম পোচ উইথ ব্রেড টোস্ট জ্যাম

  5 likes
 • এগগ পোচ উইথ ব্রেড টোস্ট জ্যাম

  1 likes