হোম / রেসিপি / Coleslaw sandwich

Photo of Coleslaw sandwich by Sanchari Karmakar at BetterButter
929
10
0.0(2)
0

Coleslaw sandwich

Jul-02-2018
Sanchari Karmakar
15 মিনিট
প্রস্তুতি সময়
0 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • ডিম ছাড়া
  • সহজ
  • টিফিন রেসিপি
  • ইউরোপীয়ান
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. কোলস ল বানাবার উপকরণ ঃ
  2. বাধাকপি (একদম মিহি করে কুচানো) ১কাপ
  3. গাজর (গ্রেট করা )১/২ কাপ
  4. ক্যাপ্সিকাম (জুলিয়েন কাটা) ৫ থেকে ৬ টুকরো
  5. মেয়োনিজ ১কাপ
  6. ফ্রেশ ক্রিম ৪ চামচ
  7. পেঁয়াজ (গ্রেট করা ) ২ চামচ
  8. গোলমরিচ গুড়ো ১চামচ
  9. নুন স্বাদ মত
  10. চিনি গুড়ো ১চামচ
  11. পাতিলেবুর রস ১চামচ
  12. স্যান্ডুইচ বানানোর উপকরন ঃ
  13. মিল্ক ব্রেড স্লাইস /স্যান্ডুইচ ব্রেড ৮ পিস
  14. বাটার ১চামচ
  15. চিজ স্লাইস ৪ স্লাইস (বেশি ব্রেড হলে পরিমানে বাড়বে)
  16. গোল মরিচ গুঁড়ো ১চামচ
  17. মাখন ১চামচ

নির্দেশাবলী

  1. প্রথমে কোলস ল বানিয়ে নিতে হবে,তার জন্য একটা বড় পাত্রে মেয়োনিজের সাথে ফ্রেশ ক্রিম ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেট করা পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিতে হবে ।
  2. এবারে কুচিয়ে রাখা কাঁচা সবজি বাধাকপি ,গাজর ও ক্যপ্সিকাম আর গোলমরিচ গুড়ো ,নুন ,চিনি গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট ।
  3. ফ্রিজ থেকে বের করে পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে ।
  4. এবারে ব্রেড স্লাইসের ধার গুলি কেটে নিতে হবে।
  5. এবারে স্লাইস গুলির প্রত্যেকটায় ,মাখন লাগিয়ে চার পিস ব্রেডে মাখন লাগানো দিকেই কোলস ল এর প্রলেপ দিতে হবে সমান ভাবে ছড়িয়ে ।
  6. এবারে কোলস ল এর উপরে এক স্লাইস চিজ দিতে হবে ,এর উপরে গোলমরিচ গুড়ো সামান্য ছড়িয়ে দিয়ে অন্য মাখন লাগানো ব্রেড স্লাইস চেপে দিতে হবে ।
  7. হাতের প্রেসারে স্যান্ডুইচ গুলি একটু চেপে নিয়ে কোনা কুনি ভাবে ছুরিতে কেটে নিয়ে পরিবেশন করলেই তৈরি কোলস ল স্যান্ডউইচ ।

রিভিউ (2)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Ranjit Karmakar
Jul-03-2018
Ranjit Karmakar   Jul-03-2018

Awesome :heart_eyes:

Snoihita Karmakar
Jul-03-2018
Snoihita Karmakar   Jul-03-2018

:heart_eyes:

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার