হোম / রেসিপি / Bread chicken disc

Photo of Bread chicken disc by Umasri Bhattacharjee at BetterButter
649
11
0.0(2)
0

Bread chicken disc

Jul-03-2018
Umasri Bhattacharjee
15 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • এয়ার ফ্রাইং
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. পাউরুটি 8 পিস
  2. আদা ও রসুন দিয়ে সেদ্ধ করা চিকেনের ছোট টুকরো একবাটি
  3. কড়াইশুঁটি হাফ কাপ
  4. একটা পেঁয়াজ ও হাফ ক্যাপসিকাম কুচি হালকা করে ভাজা
  5. দুটো কাঁচা লঙ্কা কুচি
  6. হাফ টমেটো কুচি
  7. 1 টেবিল চামচ ধনেপাতা কুচি
  8. কুরানো পনির 2 টেবিল চামচ
  9. চাট মসলা 1 চা চামচ
  10. গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ
  11. নুন স্বাদ মত
  12. মাখন 1 টেবিল চামচ
  13. টমেটো সস ও চিলি গার্লিক সস 1 চা চামচ করে
  14. চিজ কুড়ানো ইচ্ছেমত

নির্দেশাবলী

  1. চিকেনের কুচি গুলোকে আদা ও রসুন দিয়ে প্রথমে সিদ্ধ করে নিতে হবে
  2. পাউরুটির পিসগুলোকে cookie cutter বা স্টিলের বাটি দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে
  3. এবারে মাখনের সাথে টমেটো সস ও চিলি গার্লিক সস টা ভালো করে মিশিয়ে রাখতে হবে
  4. এরপর সমস্ত উপকরণ ও চিকেনটা একসাথে একটু মেখে নিতে হবে
  5. তারপর পাউরুটি ফুল চাকতি টার মধ্যে বাটার সস টা লাগাতে হবে
  6. এবার এর উপরে পাউরুটির রিংটা বসিয়ে তার মধ্যে ওই চিকেন আর মাখা সবজির মসলা টা মসলা টা দিয়ে উপর দিয়ে চিজ কুরিয়ে দিতে হবে
  7. তারপর এর উপরে একটু বাটার ব্রাশ করে
  8. 200 ডিগ্রীতে 5 মিনিটের জন্য প্রিহিট করা airfare এ দিয়ে 10 মিনিট রাখতে হবে
  9. দশ মিনিট পরেই দেখা যাবে খুব সুন্দরভাবে উপর দিকটা লাল হয়ে তৈরি হয়ে গেছে মুচমুচে ব্রেড চিকেন চাকতি

রিভিউ (2)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Nandini Syam
Jul-03-2018
Nandini Syam   Jul-03-2018

Bisn sundr

Priyanka Nandi
Jul-03-2018
Priyanka Nandi   Jul-03-2018

Darun darun

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার