হোম / রেসিপি / 3 types of chicken Tikka

Photo of 3 types of chicken Tikka by Debomita Chatterjee at BetterButter
1257
3
0.0(2)
0

3 types of chicken Tikka

Jul-05-2018
Debomita Chatterjee
60 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • উৎসব
  • পশ্চিমবঙ্গ
  • ভাজা
  • স্ন‍্যাক্স
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. হারিয়ালি চিকেন টিক্কার উপকরণ
  2. চিকেনের কিউব 5/6 টি
  3. জল ঝরানো টকদই 2 টেবিল চামচ
  4. সরষের তেল 1 টেবিল চামচ
  5. নুন পরিমাণমতো
  6. আদা রসুন বাটা 1 চা চামচ
  7. হলুদ গুঁড়ো 1 চা চামচ
  8. গরম মশলা হাফ চা চামচ
  9. কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ
  10. ধনেপাতা বাটা 2 টেবিল চামচ
  11. পুদিনা পাতা বাটা 1 টেবিল চামচ
  12. বাটার আন্দাজ মতো
  13. আফগানি চিকেন টিক্কার উপকরণ
  14. চিকেনের কিউব 5/6 টা
  15. জল ঝরানো টকদই 2 টেবিল চামচ
  16. আদা রসুন বাটা 1 চা চামচ
  17. ফ্রেশ ক্রিম 1 টেবিল চামচ
  18. কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ
  19. গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ
  20. লেবুর রস 1 চা চামচ
  21. কর্নফ্লাওয়ার 1 & 1/2 টেবিল চামচ
  22. বাটার
  23. সরষের তেল 1 টেবিল চামচ
  24. চিকেন টিক্কার উপকরণ
  25. চিকেনের কিউব 5 /6 টা
  26. শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ
  27. কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ
  28. নুন পরিমাণমতো
  29. ধনে গুঁড়ো চা চামচ
  30. জিরে গুঁড়ো 1 চা চামচ
  31. আদা রসুন বাটা 1 চা চামচ
  32. জল ঝরানো টকদই 2 টেবিল চামচ
  33. জোয়ান 1 চা চামচ
  34. বেসন 1 টেবিল চামচ
  35. সরষের তেল 1 টেবিল চামচ

নির্দেশাবলী

  1. হারিয়ালি চিকেন টিক্কার উপকরণ গুলোকে সব একসাথে ভাল করে মিশিয়ে নিয়ে তার মধ্যে চিকেনের কেউ গুলোকে দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
  2. আফগানি চিকেন টিক্কা(afghani chicken tikka)সব উপকরণ গুলোকে ভাল করে মিশিয়ে নিয়ে তার মধ্যে চিকেনের পিস গুলোকে দিয়ে আবার ভালো করে একবার মিশিয়ে নিতে হবে।
  3. গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে এক টেবিল চামচের মত সাদা তেল দিয়ে তেল গরম হলে তাতে জোয়ান আর বেসন দিয়ে ভাল করে একটু মিক্স করে নিতে হবে।
  4. তারপর চিকেন টিক্কা সব উপকরন গুলো কে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তার মধ্যে আর বেসনের পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  5. চিকেন টিক্কা সব উপকরণের মধ্যে চিকেনের পিস গুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  6. এবার একটা স্কিয়ার মধ্যে চিকেনের পিস গুলোকে গেঁথে নিতে হবে।
  7. 30 মিনিট হয়ে যাওয়ার পর একটা তাওয়া গ্যাসের বসিয়ে তাতে বাটার ব্রাশ করে নিতে হবে।
  8. এবার তাওয়ার মধ্যে চিকেনের স্কিয়ার গুলো দিয়ে দিতে হবে।
  9. তারপর দুদিক থেকে ভাল করে গ্রিল করে নিতে হবে।
  10. তারপর গরম গরম চিকেন টিক্কা গুলো পেঁয়াজ লেবু ও গ্ৰিন চাটনি দিয়ে পরিবেশন করতে হবে।

রিভিউ (2)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Jayashree Mallick
Jul-13-2018
Jayashree Mallick   Jul-13-2018

Daruuuuun

Suchismita Ghosh
Jul-05-2018
Suchismita Ghosh   Jul-05-2018

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার