হোম / রেসিপি / আমন্ড কাজু সহযোগে ক্রিমি পনির

Photo of Creamy paneer with nuts by Simantini Sanyal chaudhuri at BetterButter
363
1
0.0(0)
0

আমন্ড কাজু সহযোগে ক্রিমি পনির

Jul-10-2018
Simantini Sanyal chaudhuri
20 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

আমন্ড কাজু সহযোগে ক্রিমি পনির রেসিপির সম্বন্ধে

নিরামিষভোজী দের কাছে পনির এর দারুন কদর,আবার আমিষ প্রেমী দের কাছেও এখন পনির অত্যন্ত আদরের।তাই পনির এর এই রেসিপি আশাকরি সবার এ ভালো লাগবে।রুটি,পরোটা দিয়ে খাওয়ার জন্য তৈরি আজকের পনির।খেতে মন্দ হয়নি।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • উৎসব
  • ফিউশন
  • অল্প তেলে ভাজা
  • ঢিমে আঁচে রান্না
  • ফোটানো
  • সাইড ডিশ্(আনুষঙ্গিক পদ)

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. পনির১০০ গ্রাম
  2. সাদা তেল ২ টেবিলে চামচ
  3. আমন্ড ৮ টা
  4. কাজু ৭ টা
  5. পোস্তো বাটা ১ টেবিলে চামচ
  6. পেঁয়াজ ১ টা(মাঝারি)
  7. নুন পরিমাণমতো
  8. চিনি পরিমাণমতো
  9. কাঁচা লঙ্কা ৪ টে
  10. কর্নফ্লাওয়ার পুরিমানমত

নির্দেশাবলী

  1. আমন্ড র কাজু গরম জল এ ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিট
  2. এরপর করাই তে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিতে হবে।হালকা আঁচে ভাজতে হবে
  3. যতক্ষন ভাজা হচ্ছে সেই সময় পোস্তো ,আমন্ড র কাজু বেটে নিতে হবে মিহি করে
  4. পেঁয়াজ বাদামি রং ধরলে পোস্তো আর বাদাম বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে লেগে না যায়।
  5. এই সুযোগে অন্য একটা করাই তে পনির এ নুন র কর্নফ্লাওয়ার মাখিয়ে ভেজে নিতে হবে লাল করে
  6. হালকা গরম জল এ পনির গুলো ভিজিয়ে দিতে হবে,এতে অতিরিক্ত তেল চলে যাবে।
  7. পোস্তো বাটা ভাজা ভাজা হয়ে এলে অল্প জল দিয়ে পরিমাণমতো নুন দিয়ে ঢাকা দিতে হবে
  8. মিনিট ৫ এক পর পনির গুলো দিয়ে আরো খানিক্ষণ ফুটতে দিতে হবে।
  9. পরিমানমতো চিনি দিয়ে নাড়তে হবে
  10. ঘন হয়ে এলে ক্রিম দিয়ে ভালো করে নেড়ে গ্যাস অফ করতে হবে
  11. ঢাকা দিয়ে খানিক্ষণ রাখতে হবে
  12. তৈরি আমন্ড কাজু সহযোগে ক্রিমি পনির।
  13. পরিবেশন করুন ওপরে ক্রিম ছড়িয়ে।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার