হোম / রেসিপি / চিকেন সিজেলের

Photo of Chicken sizzeler by সোমা ভট্টাচার্য at BetterButter
614
5
0.0(0)
0

চিকেন সিজেলের

Jul-15-2018
সোমা ভট্টাচার্য
30 মিনিট
প্রস্তুতি সময়
60 মিনিট
রান্নার সময়
1 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিকেন সিজেলের রেসিপির সম্বন্ধে

ডিম চিকেন দুটি ই প্রোটিন যুক্ত খাবার । সাথে আছে বাটার রইস । খুব এ সুস্বাদু একটি খাবার ।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • ডিনার পার্টি
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 1

  1. ডিম 1 টি
  2. মিষ্টি ভুট্টা 1/2 কাপ
  3. ভাত 1 কাপ
  4. চিকেন ব্রেস্ট পিস 2 টি
  5. রসুন কুচি 4 চামচ
  6. আদা কুচি 1 চামচ
  7. সোয়া সস 4 চামচ
  8. চিল্লি সস 2 চামচ
  9. বার বি কিউ সস 2 চামচ
  10. টমেটো সস 4 চামচ
  11. সেজবান সস 2 চামচ
  12. আদা রসুন বাটা 2 চামচ
  13. নুন আন্দাজমত
  14. লেটুস পাতা সাজানোর জন্য
  15. বাটার 2 চামচ
  16. সাদা তেল প্রয়োজন মতো
  17. অরিগানো 1 চামচ
  18. ভাজা আলু ইচ্ছা অনুযায়ী
  19. পার্সলে কুচি অল্প

নির্দেশাবলী

  1. চিকেন ,আদা্ ও রসুন বাটা সোয়া সস লঙ্কা গুঁড়া ভিনিগার দিয়া মাখিয়ে রেখে দিন কিছুক্ষন।
  2. চাটু তে তেল গরম করে কম আঁচ এ চিকেন গুলো নরম করে ভাজতে হবে ।
  3. অন্য পাত্রে অল্প তেল দিয়ে আদা রসুন কুচি দিতে হবে ।
  4. লাল হলে সব রকম সস ও চিকেন মেশাতে হইবে ।
  5. একদম আঠা আঠা করে নামাতে হবে ।
  6. ভাত র জন্য করাই যে বাটার দিয়া অল্প রসুন কুচি দিয়ে লাল হলে ভাত ও সেদ্ধ ভুট্টা মেশাতে হবে
  7. ভালো করে ভাজা ভাজা করে নুন ও অরিগানো মেশাতে হবে ।
  8. পার্স লে কুচি মেশাতে হবে ।
  9. ডিম পোচ করে নিন ।
  10. একটি প্লেটে লেটুস পাতা দিয়ে তার ওপর সব কিছু সাজিয়া নিতে হবে ।
  11. আলু ভাজা র সাথে পরিবেশন করুন

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার