হোম / রেসিপি / Snow Ball Fruits Casterd

Photo of Snow Ball Fruits Casterd by Keya Nayak at BetterButter
2019
6
0.0(2)
0

Snow Ball Fruits Casterd

Jul-21-2018
Keya Nayak
30 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • ঢিমে আঁচে রান্না
  • ডেজার্ট
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ডিম ১ টা
  2. চিনি ১/২ কাপ
  3. দুধ ১/২ লিটার
  4. কর্নফ্লওয়ার ২ চা চামচ
  5. কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ
  6. কনডেন্স মিল্ক ১/৪কাপ
  7. মিক্সড ড্রাই ফ্রুটস ১ টেবিল চামচ (কাজু, আমন্ড, চিরঞ্জী, পেস্তা)
  8. আম টুকরো ২ টেবিল চামচ
  9. কলা টুকরো করা ২ টেবিল চামচ
  10. বেদনা ২ টেবিল চামচ
  11. আঙ্গুর ১৫টা
  12. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

নির্দেশাবলী

  1. ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিয়ে ,ডিমের কুসুমের সাথে চিনি, ভেনিলা এসেন্স, কাস্টার্ড পাউডার,দুধ ১/২ কাপ ও ১ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  2. তারপর বাকি দুধের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে নিতে হবে
  3. দুধ ও কনডেন্স মিল্ক ভালো করে মিশিয়ে নিয়ে ডিমের কুসুমের মিশ্রণ টা দুধ ঢেলে আগে মিশিয়ে নিতে হবে
  4. ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিতে হবে আর সামনে নেড়ে হবে যাতে জমে না যায়
  5. দুধ একটু ঘন হলেই গ্যাস অফ করে দিতে হবে। হাতায় নিয়ে দেখে নিতে হবে
  6. এবার ডিমের সাদা অংশ টা ইলেকট্রিক বিটারে ফেটিয়ে নিতে হবে
  7. কিছু টা ফোমের মতো হলে ১ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার বিট করতে হবে
  8. গ্যাস জ্বালিয়ে,একটা গোল চামচ তেল লাগিয়ে ওই ডিমের সাদা অংশ টা নিয়ে গরম কাস্টার্ড র ওপর আর একটা চামচের সাহায্যে দিয়ে দিতে হবে
  9. এই ভাবে সব গুলো দিয়ে দিতে হবে, আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, পরে বড়ো হয় যায়। একদম স্নো বল র মত লাগবে
  10. তারপর ২-৩ মিনিট গ্যাসের আঁচ কম করে ঢাকা দিয়ে দিতে হবে
  11. তারপর হয়ে গেল গ্যাস অফ করে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। হয়ে গেল বড়ো হয় যাবে।
  12. কাস্টার্ড ঠান্ডা হলে একটা পরিবেশন করার পাত্রে ঢেলে সমস্ত ফল ও ড্রাই ফ্রুটস দিয়ে মিশিয়ে নিতে হবে।
  13. আর ওপর থেকে স্নো বল গুলো দিয়ে একটু পেস্তা কুচি ও বেদনা ছাড়িয়ে দিতে হবে

রিভিউ (2)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Priyanka Nandi
Jul-21-2018
Priyanka Nandi   Jul-21-2018

দারুন হয়েছে

Tulika Santra
Jul-21-2018
Tulika Santra   Jul-21-2018

Excellent di

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার