হোম / রেসিপি / আম্রপালি

Photo of Aamropali by UMA PANDIT at BetterButter
358
2
0.0(0)
0

আম্রপালি

Jul-28-2018
UMA PANDIT
10 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

আম্রপালি রেসিপির সম্বন্ধে

আম্রপালি এটি আম ও চকলেটের মিশ্রণ । খেতে খুবই সুস্বাদু চকলেট দিয়ে বানানো বলে এটি একদম সম্পূর্ণ একটা নতুন ধরনের মিষ্টি জাতীয় খাবার ও অত্যন্ত সুস্বাদু ।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • উৎসব
  • ফিউশন
  • ঠাণ্ডা।করা
  • ডেজার্ট
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. পাকা আম তিনটি
  2. চিনি 2 টেবিল চামচ
  3. ক্রিম হাফ কাপ
  4. চকলেট ২ টেবিল চামচ
  5. মাখন 1 চামচ
  6. চেরি সাজানোর জন্য
  7. জেলিটিন এক চামচ

নির্দেশাবলী

  1. প্রথমে আম গুলো ছোট ছোট টুকরো করে কেটে মিক্সি তে দিয়ে পালপ বানাতে হবে ।
  2. এবার একটি প‍্যানর মধ্যে আমের পাল্প ও চিনি একসাথে দিয়ে ফোটাতে হবে ।
  3. একটি বাটিতে জেলিটিনের সাথে 2 টেবিল চামচ জল দিয়ে 1 মিনিট মতে মাইক্রো করে নিতে হবে ।
  4. এবারে এই জেলিটিন টা আমের মধ্যে দিয়ে 5 মিনিট মতো ফোটাতে হবে ।
  5. এবারে এতে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে ।
  6. অন্য একটি মাইক্রোওয়েভে বাটিতে মাখন ও চকলেট দিয়ে ১ মিনিট মত মাইক্রো করে নিতে হবে ।
  7. এবারে একটি সার্ভিং ক্লাসের মধ্যে প্রথমে মেলেট চকলেট দিতে হবে ।
  8. তারপর এর মধ্যে আমের মিশ্রণটি দিতে হবে ।
  9. এবারে এই এটিকে ফ্রিজে তিন থেকে চার ঘণ্টার মতো রেখে দিতে হবে ।
  10. তার উপরে আবার চকলেট সস ও কিছু আমের টুকরো ও চেরি দিয়ে সাজিয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা মজা নিতে হবে ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার