Open in app

পেঁপের স‍্যালাড

0পর্যালোচনা
রেটিং দিন!
প্র সময়  10 min
রান্নার সময়  10 min
পরিবেশন করা  2 people
Sharmila Dalal29th Jul 2018
  • পিস করা পেঁপে 1 কাপ
  • পাতি লেবুর রস 2 চা চামচ
  • বিট নুন স্বাদ মত
  • ভাজা জিরে গুঁড়ো 2 চা চামচ
  • ধনেপাতা কুচি 2 চা চামচ
  • লাল লঙ্কা কুচি 2 চা চামচ
  • গ্রেট করা আদা 1 চা চামচ
  1. একটা বাটিতে পেঁপে নিয়ে তার সাথে বিটনুন ভাজা জিরেগুঁড়ো লাল লঙ্কা কুচি ধনেপাতাকুচি ভালোকরে মাখতে হবে।
  2. পাতিলেবুর রস ও গ্রেট করা আদা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিতে হবে
  3. বাটিতে ঢেলে ঠান্ডা সার্ভ করতে হবে।

No reviews yet.