হোম / রেসিপি / ফ্রুট উইত আইসক্রিম বা গারবার আইস ক্রিম

Photo of fruit with ice cream / gadbad ice cream by Mahek Naaz at BetterButter
2757
2
0.0(0)
0

ফ্রুট উইত আইসক্রিম বা গারবার আইস ক্রিম

Jul-31-2018
Mahek Naaz
15 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ফ্রুট উইত আইসক্রিম বা গারবার আইস ক্রিম রেসিপির সম্বন্ধে

এটা সব রকম ফল দিয়ে বানানো তাই খুব দারুন,এই আইস ক্রিম টা মুম্বাই তে খুব জনপ্রিয়

রেসিপি ট্যাগ

  • শিশুদের রেসিপি
  • নিরামিষ
  • সহজ
  • মহারাষ্ট্র
  • ঠান্ডা করা
  • ঠান্ডা পানীয়
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. যে কোনো জ্যাম বা জেলি ৪ চামচ
  2. ভ্যানিলা আইসক্রিম ২ স্কুপ
  3. স্ট্রবেরি আইসক্রিম ২ স্কুপ
  4. আম ১ টা
  5. কলা ১ টা
  6. তরমুজ ১ বাটি ছোট করে কাটা
  7. আঙুর ১বাটি
  8. ট্রুটি ফ্রুটি ৪ টেবিল চামচ
  9. রোজ সিরাপ ২ টেবিল চামচ
  10. ড্রাইফ্রুট কুচি ২ টেবিল চামচ
  11. সাবজা দানা / তুকমারি ( বাসিল সিড) ১ টেবিল চামচ
  12. মিল্কমেড ২ টেবিল চামচ

নির্দেশাবলী

  1. প্রথমে একটা বাটিতে জল নিন,তারপর ওতে সাবজা দানা দিয়ে ১৫ মিনিট রেখে দিন।
  2. ১৫ মিনিট পর একটা লম্বা গ্লাসে নিচে জ্যাম বা জেলি দিন।( আমি স্ট্রবেরি জ্যাম নিয়েচ্ছি)
  3. ড্রাইফ্রুট কুচি করে কেটে নিন।
  4. ফল সব ছোট ছোট করে কেটে নিন।
  5. লম্বা গ্লাসে জ্যাম দিন ১ চামচ তারপর ভ্যানিলা আইসক্রিম দিন,তার পর সাবজা দানা দিন,
  6. তারপর রোজ সিরাপ দিন,তারপর আবার ফল দিন
  7. অল্প মিল্কমেড দিন,আবার জ্যাম দিন
  8. ট্রুটি ফ্রুটি দিন
  9. এ ভাবে ফুল গ্লাস ভরতে হবে।
  10. শেষে ওপরে স্ট্রবেরি আইসক্রিম দিন
  11. তারপর ড্রাইফ্রুট দিয়ে ১ টা চেরি দিন
  12. তারপর যেমন ইচ্ছা সাজান
  13. তৈরি ফ্রুট উইত আইস ক্রিম
  14. দেরি না করে ঝট ফট খেয়ে নিন।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার