Open in app

নিউট্রিসিয়াস বার

0পর্যালোচনা
রেটিং দিন!
প্র সময়  5 min
রান্নার সময়  10 min
পরিবেশন করা  4 people
Mala Basu31st Jul 2018
 • গুড় ৪ চামচ
 • আমন্ড কুচি ১/২ কাপ
 • কাজু ৪ চামচ
 • ওটস ১/২ কাপ
 • মধু ২ চামচ
 • ড্রাই ক্র‍্যানবেরি ৬ চামচ
 • ড্রাই কিসমিস ২ চামচ
 • কর্নফ্লেক্স ৪ চামচ
 • সাদা তিল ২ চামচ
 1. ওটস কর্নফ্লেক্স নিলাম।
 2. আমন্ড ড্রাই ক্র‍্যানবেরি কিসমিস নিলাম।
 3. গুড় দিলাম গরম হলে গলতে থাকবে।ফ্লেম লো থাকবে।
 4. মধু দিলাম মিশিয়ে।
 5. এবারে সব বাদাম ওটস ঢেলে দিলাম।
 6. বেশ জড়ো হয়ে স্টিকি হয়ে এসেছে।
 7. কাচের ট্রেতে বাটার লাগিয়ে গরম গরম ঢেলে দিলাম।আর একটা কাচের ট্রে দিয়ে চেপে চেপে দিলাম সেট হবার জন্য।
 8. ঠান্ডা হতে দিলাম।
 9. জমে গেছে।
 10. কেটে নিলাম লম্বা লম্বা।
 11. সাজিয়ে নিলাম।

No reviews yet.

 • শক্তি বধর্ক বার

  16 likes
 • চকলেট পিনাট বার

  14 likes
 • কিটো কোকোনাট বার

  1 likes
 • লেয়ার আমসত্ত্ব বার

  15 likes
 • ম্যাংগো ক্রাম্ব বার

  16 likes
 • স্ট্রবেরি ক্রাম্ব বার

  5 likes