হোম / রেসিপি / মগ পিৎজা

Photo of Mug pizza by Shubha Bhattacharjee at BetterButter
462
3
0.0(0)
0

মগ পিৎজা

Aug-02-2018
Shubha Bhattacharjee
10 মিনিট
প্রস্তুতি সময়
2 মিনিট
রান্নার সময়
1 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

মগ পিৎজা রেসিপির সম্বন্ধে

চটজলদি ভেজ্ পিৎজা মগ বা কাপে

রেসিপি ট্যাগ

  • শিশুদের রেসিপি
  • নিরামিষ
  • সহজ
  • ইতালিয়ান
  • মাইক্রোওয়েভিং
  • স্ন‍্যাক্স
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 1

  1. ময়দা 3 টেবিল চামচ
  2. দুধ 2 টেবিল চামচ
  3. সাদা তেল 1 টেবিল চামচ
  4. টম্যাটো সস্ বা পিৎজা সস্ 2 টেবিল চামচ
  5. বেকিং সোডা 1/4 চামচের অর্ধেক
  6. বেকিং পাউডার 1/4 চা চামচ
  7. নুন 1 চিমটি
  8. ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ
  9. পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ
  10. টমেটো কুচি 1 টেবিল চামচ
  11. অরিগানো 1 চা চামচ
  12. বাশিল 1 চা চামচ
  13. মোজেরেলা চিজ 2 টেবিল চামচ

নির্দেশাবলী

  1. প্রথমে ময়দা বেকিং সোডা বেকিং পাউডার ও নুন একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
  2. এরপর ওই মিশ্রণে দুধ ও তেল মেশাতে হবে ।
  3. এই মিশ্রণটি উপর টম্যাটো বা পিৎজা সসের একটা লেয়ার করতে হবে ।
  4. এই লেয়ারের উপর পেঁয়াজ ক্যাপসিকাম ও টমেটো ছড়িয়ে দিতে হবে ।
  5. এরপর মোজারেলা চিজ ছড়িয়ে তার ওপর অরেগেনো ও বাসিল ছড়িয়ে দিতে হবে ।
  6. এরপর মাইক্রোওভেনে দুই মিনিট মাইক্রো করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মগ পিৎজা ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার