হোম / রেসিপি / চিকেন চাওমিন

Photo of Chicken Chow by Papiya Modak at BetterButter
538
1
0.0(0)
0

চিকেন চাওমিন

Aug-06-2018
Papiya Modak
8 মিনিট
প্রস্তুতি সময়
12 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিকেন চাওমিন রেসিপির সম্বন্ধে

৷৷হাঁউ মাঁউ খাঁউ৷৷ চাউমিনের গন্ধ পাঁউ৷৷

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • পশ্চিমবঙ্গ
  • স্ন‍্যাক্স

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. চাওমিন এক প্যাকেট
  2. বোনলেস চিকেন ছোটো টুকরো করে কাটা ২০০ গ্রাম
  3. আলু কুচি দুটো মাঝারি মাপের
  4. গাজর কুচি ১ কাপ
  5. বিনস কুচি ১ কাপ
  6. কাঁচা লঙ্কা কুচি ২ বড়োচামচ
  7. দুটো পেঁয়াজ
  8. রসুন ৬ কোয়া
  9. আদা ১ ইঞ্চি
  10. জিরে গুঁড়ো ১বড়োচামচ
  11. গরম মশলা গুঁড়ো ১ছোটো চামচ
  12. মেথি পাতা এক মুঠো
  13. লবণ ২ বড়ো চামচ
  14. হলুদ গুঁড়ো ১ ছোটো চামচ
  15. সাদা তেল পরিমাণমতো
  16. জল পরিমাণমতো
  17. সাজানোর জন্য শশা, সস্

নির্দেশাবলী

  1. জল গরম করে তাতে একটু সাদা তেল দিয়ে চাওমিন টা প্রথমে ভাপাতে হবে৷
  2. এই সময় আলু বীন আর গাজর একসঙ্গে লবন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে৷
  3. এবার মিক্সিতে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বেটে একটা পেস্ট বানাতে হবে৷
  4. এবার চাওমিন এর জলটা ঝরিয়ে নিতে হবে৷
  5. একটা ফ্রাইং প্যানে একটু তেল গরম করতে হবে৷
  6. তাতে এবার পেঁয়াজ রসুন বাটা আর চিকেন টা দিয়ে ভাজতে হবে৷
  7. ভাজা হলে ওর মধ্যে মেথি পাতা, কিছুটা লবণ, হলুদ, সব গরম মশলা গুঁড়া জিরা গুঁড়ো আর অল্প জল দিতে হবে৷
  8. মশলাটা যখন কষানো হচ্ছে সেই সময় একটা বড় কড়াইতে আরো একটু তেল গরম করতে হবে৷
  9. ওই কড়াইতে আলু, বীন, গাজর কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাজতে হবে৷
  10. সবজি ভাজা হলে চাওমিন টা দিতে হবে৷
  11. চাওমিন টা ভাজা হলে ওর মধ্যে চিকেন কষা, বাকী লবণ, হলুদ টা ছড়িয়ে নাড়াচাড়া করতে হবে৷
  12. তাহলেই তৈরি চিকেন চাওমিন, শশা ও সস্ সহযোগে পরিবেশন করুন৷

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার