হোম / রেসিপি / Thai tomato soup

Photo of Thai tomato soup by Sanchari Karmakar at BetterButter
408
15
0.0(2)
0

Thai tomato soup

Aug-12-2018
Sanchari Karmakar
8 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • ডিম ছাড়া
  • মধ্যম
  • ডিনার পার্টি
  • থাই
  • ফেটানো
  • সাঁতলান
  • সুপ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. টমেটো ৪ টি বড় সাইজের
  2. পেঁয়াজ ১ টি (৪ টুকরো করে কেটে পার্ট ছাড়িয়ে নেওয়া)
  3. রসুন কুচি ২ চামচ
  4. নুন স্বাদ মত
  5. চিনি ১/২ চামচ (অপশনাল)
  6. চিলি অয়েল ৪ চামচ
  7. সোয়া স্যস ১ চামচ
  8. রেড চিলি স্যস ২ চামচ(ঝাল খুব বেশি খেতে চাইলে বেশি দেওয়া যাবে)
  9. কর্নফ্লাওয়ার ১ চামচ

নির্দেশাবলী

  1. একটা বাটিতে টমেটো গুলিকে জল দিয়ে মিনিট ৩-৪ ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে ১ মিনিট গরম জলেই রেখে দিতে হবে।
  2. এবারে গরম জল থেকে টমেটো তুলে খোসা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।
  3. একটা প্যান গ্যাসে বসিয়ে তাতে ১ চামচ চিলি ওয়েল দিয়ে রসুন কুচি হাল্কা বাদামী করে ভেজে নিয়ে ও পেঁয়াজের টুকরো সাঁতলে নিতে হবে।
  4. সাঁতলানোর ১-২ মিনিট পরেই, গ্যাসের আঁচ একদম লো ফ্লেম করে টমেটোর পেস্ট টা দিয়ে দিতে হবে সাথে নুন ও চিনিও যোগ করতে হবে।
  5. এবারে মিক্সির যে জারে টমেটো পেস্ট টা তৈরি হয়েছিলো তাতে ১/২ কাপ মত জল দিয়ে ভালো করে সবটা পেস্ট পরিষ্কার করে নিয়ে প্যানে ঢেলে দিতে হবে।
  6. এবারে আঁচ মিডিয়াম ফ্লেম করে ১ থেকে ২ ফুট টমেটোর স্যুপ ফুটতে শুরু হলেই, সোয়া স্যসের সাথে রেড চিলি স্যস ভালো করে মিক্স করে নিয়ে স্যুপে দিতে হবে এবং মিশিয়ে দিতে হবে খুন্তি বা হাতা দিয়ে।
  7. কর্নফ্লাওয়ার ২/৩ চামচ জলে গুলে নিয়ে স্যুপে দিয়ে ঘন করে নিতে হবে। (কতটা ঘন স্যুপ হবে সেটা নিজে বুঝে নিয়ে স্যুপ ফুটিয়ে ঘন করতে হবে)
  8. সব শেষে নামানোর আগে বাকি চিলি অয়েল টা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে।
  9. একদম খুব উত্তপ্ত গরম অবস্থায় পরিবেশন করতে হবে।

রিভিউ (2)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Ranjit Karmakar
Aug-14-2018
Ranjit Karmakar   Aug-14-2018

Very nice... Perfect eye catching recipe :ok_hand::ok_hand:

Snoihita Karmakar
Aug-13-2018
Snoihita Karmakar   Aug-13-2018

:heart_eyes: :heart_eyes: :heart_eyes:

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার