Photo of Roshogolla by Manami Sadhukhan at BetterButter
584
7
0.0(1)
0

Roshogolla

Aug-28-2018
Manami Sadhukhan
40 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
6 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • ডিম ছাড়া
  • মধ্যম
  • উৎসব
  • পশ্চিমবঙ্গ
  • ফোটানো
  • ডেজার্ট
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 6

  1. ১ লিটার ফ্যাটযুক্ত ঘন গরুর দুধ
  2. ১ কাপ চিনি
  3. ২ চা চামচ লেবুর রস
  4. ৪ কাপ জল

নির্দেশাবলী

  1. ১. একটা পাত্রে দুধ ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
  2. ২. দুধটা অল্প ঠান্ডা হলেই ওর মধ্যে ২ চা চামচ লেবুর রস যোগ করতে হবে ও দুধ কেটে ছানা না হওয়া পর্যন্ত ক্রমাগত আলতো হাতে চামচ দিয়ে দুধ নাড়তে হবে।
  3. ৩. দুধ কেটে ছানায় পরিণত হলেই মসলিন কাপড় দিয়ে ছানা টা ছেকে তুলে নিতে হবে ও ছানার জলটা ফেলে দিতে হবে।
  4. ৪. এবার ছানা টাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে লেবুর রসের স্বাদ না থাকে।
  5. ৫. ছানা ধোয়া হয়ে গেলে, মসলিন কাপড় টা পেঁচিয়ে আলতো ভাবে ২ হাত দিয়ে চেপে ছানার বাড়তি জল বের করে দিতে হবে ও ৩০ মিনিটের জন্য ঝুলিয়ে রাখতে হবে যাতে ছানার মধ্যে থাকা অতিরিক্ত জল সম্পুর্ণ ঝড়ে যায়।
  6. ৬. ইতিমধ্যে, একটা কড়াইতে জল ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে পাতলা সিরা তৈরি করে নিতে হবে।
  7. ৭. এবার মসলিন কাপড়টা নামিয়ে নিতে হবে ও কাপড়টা বাধামুক্ত করে একটা পাত্রে ছানাটা বের করে নিতে হবে।
  8. ৮. এবার ছানাটা ৩-৪ মিনিট ধরে হাত দিয়ে ডলে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে ছানার মধ্যে কোন দলা না থাকে ও ছানা খুব মসৃন হয়।
  9. ৯. এবার ছানা টাকে কয়েকটা সমানভাগে ভাগ করে নিতে হবে।
  10. ১০. এবার প্রতিটি ভাগকে নিয়ে হাতের সাহায্যে গোল ও মসৃন বলের আকার দিতে হবে।
  11. ১১. সব গুলো বল বানানো হয়ে গেলে সিরার আঁচ বাড়িয়ে মাঝারি করে দিতে হবে।
  12. ১২. সিরা ফুটতে শুরু করলে ছানার বলগুলো একসঙ্গে শিরাতে ছেড়ে দিতে হবে ও ঢাকনা দিয়ে ঢেকে ৮-১০ মিনিট ফোটাতে হবে।
  13. ১৩. ১০ মিনিট পর ঢাকনা সড়িয়ে দেখতে হবে ও মিষ্টি ফুলে দ্বিগুন হলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
  14. ১৪. এ অবস্থায় নামিয়ে ৭-৮ মিনিটের জন্য মিষ্টি গুলো রসে ভিজিয়ে রাখতে হবে।
  15. ১৫. ৮ মিনিট পর একটা পাত্রে নামিয়ে নিন।
  16. ১৬. সকলের প্রিয় রসগোল্লা পরিবেশনের জন্য প্রস্তুত।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Supratim Sadhukhan
Aug-28-2018
Supratim Sadhukhan   Aug-28-2018

অসাধারণ

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার