হোম / রেসিপি / Rose Pumpkin Steamed Buns

Photo of Rose Pumpkin Steamed Buns by Mithai Choudhury Roy at BetterButter
769
14
0.0(3)
0

Rose Pumpkin Steamed Buns

Sep-14-2018
Mithai Choudhury Roy
3600 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
5 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • টিফিন রেসিপি
  • চাইনিজ্
  • ভাপে রাঁধা
  • আনুষঙ্গিক
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 5

  1. ১০০ গ্রাম ডিপ হলুদ কুমড়ো
  2. ১ চা চামচ ড্রাই ইস্ট
  3. ১/২ চা চামচ বেকিং পাউডার
  4. ১/২ কাপ গরমজল
  5. ১চা চামচ গুড়ো চিনি
  6. ২০০ গ্রাম ময়দা
  7. ১/২ কাপ গুড়ো চিনি
  8. ১.১/২ টেবিল চমচ মাখন

নির্দেশাবলী

  1. প্রথমে একটা বাটিতে ইস্ট চিনি আর গরমজল ভালোভাবে মিশিয়ে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো
  2. এবার কুমড়োটার খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে একটু নুন ছিটিয়ে ১০ মিনিটের জন্য সেদ্ধ করে নেব জল ছাড়া
  3. সেদ্ধ করে ভালোভাবে চটকে নেবো যাতে কোনো দলা না থাকে
  4. এবার অন্য একটা বাটিতে ময়দা আর মাখন নিয়ে ভেজানো ইস্টটা ঢেলে দিয়ে একে একে চিনি আর কুমড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে রাখতে হবে
  5. ডো টা ভালকরে মাখা হলে পাত্রে একটু তেল মাখিয়ে ডো টা রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১/২ ঘন্টার জন্য
  6. ১/২ ঘন্টা পর মাখাটা ঠিক এই রকম ভাবে ফেঁপে উঠবে
  7. এবার ডো টা ভালো করে আবার মেখে নিতে হবে
  8. এবার বেলার জন্য ডো টা পিস করে নিলাম
  9. এক একটা পিস নিয়ে এইভাবেই বেলে নেবো
  10. এবার আমি কাটার জন্য তিনটে সাইজ ব্যবহার করেছি । এগুলোর মাপে কেটে রেখেছি
  11. এই ভাবে লম্বা করে কেটে রাখবো ফুলের ভেতরে দেবার জন্য
  12. বাটিতে একটু বাটার গলিয়ে রাখবো ফুল তৈরি করার জন্য
  13. এবার এগুলোতে ঠিক এই ভাবে বাটার মাখিয়ে নেব
  14. ৫ টা পাপড়িকে এই ভাবে ছোটো থেকে বড় পরপর সাজিয়ে রেখেছি
  15. ছোটোর দিক থেকে এই ভাবে গুটিয়ে নেবো বড়টা পর্যন্ত
  16. প্রত্যেকটা পাপড়ির মাথায় এইভাবে মাখন লাগিয়ে নিয়েছি যাতে ভাপানোর পর জোড়াগুলো খুলে না আসে
  17. আমার ভাজ করা কমপ্লিট
  18. এবার এই ভাবে কেটে নেব
  19. এবার পাপড়ি গুলো ছড়িয়ে দেবো
  20. যে পাএে ভাঁপাবো তার মধ্যে মাখন লাগিয়ে নেব , অথবা আমি ফুলগুলোর নীচে মাখন লাগিয়ে পাত্রে বসিয়েছি যাতে পাএের মধ্যে আটকে না ধরে
  21. এবার ১০ - ১২ মিনিটের জন্য ভাপিয়ে নিলাম । হয়ে যাবার আরও ৫ মিনিট পর ঢাকা খুলবো

রিভিউ (3)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Chirashree Bagchi
Sep-15-2018
Chirashree Bagchi   Sep-15-2018

Opurbo hoyechhe

Pritha Chakraborty
Sep-15-2018
Pritha Chakraborty   Sep-15-2018

Fantastic :heart_eyes::heart_eyes:

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার