হোম / রেসিপি / ছানার সুইস রোল

Photo of Cottage cheese Swiss Roll by Tulika Santra at BetterButter
565
11
0.0(0)
0

ছানার সুইস রোল

Feb-15-2018
Tulika Santra
15 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ছানার সুইস রোল রেসিপির সম্বন্ধে

এই সুইস রোল টি ছানা দিয়ে তৈরি এবং সুইস রোল টি তৈরি করতে কোনো রকম ওভেন ব্যবহার হয় নি।

রেসিপি ট্যাগ

  • মধ্যম
  • ঠান্ডা করা
  • ডেজার্ট
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ছানা ১৫০ গ্রাম
  2. চিনি গুরো অর্ধেক কাপ
  3. কফি পাউডার ১চা চামচ
  4. কো কো পাউডার ২চা চামচ
  5. চকলেট সস ১চা চামচ
  6. ক্রিম চিজ ১কাপ
  7. ভ্যানিলা এসেন্স ২ফোঁটা
  8. নারিকেল কুরোনো অর্ধেক কাপ

নির্দেশাবলী

  1. একটা পাত্রে ছানা টা নিয়ে হাতের তালু দিয়ে মথে নিতে হবে ১০/১৫ মিনিট ধরে।
  2. ছানা থেকে তেল বেরিয়ে এলে বুঝতে হবে ছানা টা ঠিক মত মাখা হয়েছে।
  3. এরপর ছানা র মধ্যে চিনি, কো কো পাউডার, কফি, চকোলেট সস দিয়ে মোলায়েম করে মেখে নিয়েছি যাতে কোনো ফাটার দাগ না থাকে।
  4. অন্য একটা পাত্রে ক্রিম চিজ, ভ্যানিলা এসেন্স, চিনি, নারিকেল কুরোনো দিয়ে ভালো করে মিক্সট করে নিয়েছি।
  5. এরপর একটা বাটার পেপার টেবিল এর উপর বিছিয়ে ছানার ডো দিয়ে হাতে করে চেপে চেপে মোটামুটি চৌকো সেপ করে নিয়েছি।
  6. ক্রিম চিজ এর মিশ্রণ টা ছানার উপর স্প্রেড করে দিয়েছি।
  7. এরপর বাটার পেপার টা ধরে আস্তে আস্তে রোল করতে হবে।
  8. রোল করা হয়ে গেলে বাটার পেপার টা দু দিকে টাইট করে মুরে দিতে হবে।
  9. রোল টা ফ্রিজ এ ১ঘণ্টা সেট করতে দিয়েছি।
  10. ১ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে বাটার পেপার খুলে উপরে আইসিং সুগার দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে সার্ভ করতে হবে।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার