হোম / রেসিপি / পাউরুটি সন্দেশ

Photo of Bread Sandesh by Mousumi Roy at BetterButter
1400
3
0.0(0)
0

পাউরুটি সন্দেশ

Feb-25-2018
Mousumi Roy
5 মিনিট
প্রস্তুতি সময়
25 মিনিট
রান্নার সময়
8 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

পাউরুটি সন্দেশ রেসিপির সম্বন্ধে

পাউরুটি আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য উপাদান । কিন্তু কখনো ভেবেছেন এই পাউরুটি দিয়েই মিষ্টি তৈরি হতে পারে ?চলুন এই রেসিপির মাধ্যমে পাউরুটির সন্দেশ শিখে নেওয়া যাক ।

রেসিপি ট্যাগ

  • সহজ
  • ডেজার্ট

উপকরণ পরিবেশন সংখ্যা: 8

  1. ১.পাউরুটি -১০ পিস
  2. ২.চিনি -১কাপ
  3. ৩.নারকেল কোড়া-১কাপ
  4. ৪.দুধ -১কাপ
  5. ৫. ঘি -৫চামচ
  6. ৬.কাজু কুচি -হাফ কাপ
  7. ৭.কিশমিশ - হাফকাপ
  8. ৮.এলাচ গুঁড়ো -১চামচ
  9. ৯ .আমন্ড ইচেছ অনুযায়ী

নির্দেশাবলী

  1. ১. পাউরুটি গুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তাতে দুধ মিশিয়ে রাখতে হবে ১০ মিনিটের জন্য ।
  2. ২. এবার কড়াইতে দু চামচ ঘি দিয়ে তার মধ্যে নারকেল কোড়া আর চিনি মিশিয়ে ক্রমাগত নাড়তে হবে ১০মিনিট ।
  3. ৩. চিনি গলে গেলে এতে পাউরুটির মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
  4. ৪. এবার এতে বাকি ঘি , কাজু , কিশমিশ এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি হলে গ্যাস বন্ধ করে দিতে হবে ।
  5. ৫. এবার একটা ট্রেতে ঘি ব্রাশ করে ডো টা ছড়িয়ে দিয়ে ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো শেপে কেটে নিলেই তৈরি পাউরুটি সন্দেশ । উপর থেকে আমন্ড ছড়িয়ে গার্ণিশ করা যেতে পারে ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার