হোম / রেসিপি / Rohu fish korma

Photo of Rohu fish korma by Disha D'Souza at BetterButter
1082
9
0.0(2)
0

Rohu fish korma

Mar-09-2018
Disha D'Souza
15 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Rohu fish korma রেসিপির সম্বন্ধে

মৎস্যপ্রেমিক বাঙালির সব শুভ কাজেই মাছের একটি মুখ্য ভূমিকা আছে। কারণ মাছ যে মঙ্গলচিহ্নও বটে। মাছ বাঙালির জীবনে লক্ষ্মীশ্রীর প্রতীক। তাই পালা-পার্বণে বাঙালি মেয়েদের সুচারু আলপনায় মাছের ছবি ,তৈজসপত্র তে মাছের ছাপ। ঠিক সেরকমই কলকাতার বিখ্যাত শোভাবাজার রাজবাড়ীর উৎসবের দিনেও মাছ বিশেষ ভূমিকা পালন করে। বিভিন্ন রকম লোভনীয় পদের মধ্যে রুই মাছের কোর্মা টি হাজির থাকে। সেই পদ অতি সহজ অথচ স্বাদে অমৃত কারণ রান্নার কৌশলেই লুকিয়ে আছে তার গুন। তাই আমিও ভাবলাম উৎসবের দিনে আমার বাড়িতেও করি। সত্যি এই কোর্মার সুঘ্রাণ হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিয়েছে । তাই আপনাদের হৃদয়ের স্পন্দন বাড়াতে এর সুঘ্রাণ অবশ্যই নিন।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • উৎসব
  • পশ্চিমবঙ্গ
  • সাঁতলান
  • সাইড ডিশ্(আনুষঙ্গিক পদ)
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. রুই মাছ - ৩ টি বড় টুকরো
  2. পেয়াঁজবাটা - ১ টা মাঝারি মাপের
  3. আদাবাটা - ১ চা চামচ
  4. পাকালঙ্কা বাটা - ১ চা চামচ
  5. কাজুবাটা - ২ বড় চামচ
  6. কিশমিশ- ৮ টা
  7. টকদই - ১ বড় চামচ
  8. তেজপাতা - ১ টা
  9. হলুদগুঁড়ো - ১ বড় চামচ
  10. গরম মশলা গুঁড়ো - ১ চা চামচ
  11. চিনি - ১ চা চামচ
  12. নুন - স্বাদমত
  13. গরমজল - ১ কাপ
  14. ঘি- ১ চা চামচ
  15. সর্ষের তেল - পরিমাণমত

নির্দেশাবলী

  1. প্রথমে গ্যাসে প্যান বসাতে হবে, প্যান গরম হলে তেল দিতে হবে।
  2. তেল গরম হলে, মাছে নুন হলুদ মাখিয়ে সেই তেলে হালকা করে ভেজে নিতে হবে।
  3. ওই তেলে তেজপাতা ফোড়ণ দিয়ে আদাবাটা,পেয়াঁজবাটা দিয়ে কষতে হবে।
  4. কিছুক্ষন পর কাজুবাটা,পাকালঙ্কা বাটা,হলুদগুঁড়ো,চিনি,নুন দিতে হবে।
  5. এর থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে টকদই দিতে হবে এবং সামান্য গরম জল দিতে হবে।
  6. এতে ভেজে রাখা মাছ ও কিশমিশ যোগ করে সাঁতলাতে হবে।
  7. এতে ঘি আর গরমমশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রিভিউ (2)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Anupama Paul
Mar-30-2018
Anupama Paul   Mar-30-2018

darun hyeche disha didi

Tamali Rakshit
Mar-09-2018
Tamali Rakshit   Mar-09-2018

Colour টা দারুন এসেছে গো!!

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার