Open in app

ভেটকি পাতুরী

0পর্যালোচনা
রেটিং দিন!
প্র সময়  30 min
রান্নার সময়  30 min
পরিবেশন করা  4 people
Aparna Das9th Mar 2018
 • ভেটকি মাছ 4 টুকরো
 • নারকোল বাটা 2 টেবিল চামচ
 • সর্ষের তেল 2 টেবিল চামচ
 • কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ
 • পোস্ত বাটা 2 টেবিল চামচ
 • সাদা সর্ষে বাটা 2 টেবিল চামচ
 • নুন চিনি পরিমান মত
 • হলুদ 1 চা চামচ
 • লেবুর রস 1 চা চামচ
 1. 1 প্রথমে মাছের টুকরো গুলোতে নুন ,হলুদ আর লেবুর রস মাখিয়ে 5 মিনিট রেখে দিতে হবে এবং তারপর জলটা ফেলে দিতে হবে।এতে ভেটকি মাছের আঁশটে গন্ধটা চলে যাবে।
 2. 2 এবার একটি বড় বাটিতে উপরের সমস্ত মশলার সাথে তেল নুন আর চিনি মিশিয়ে একটা গাঢ় পেষ্ট বানাতে হবে।
 3. 3 এবার মাছের টুকরোগুলো ঐ মশলা র মিশ্রণ এর মধ্যে ডুবিয়ে রেখে 20 মিনিট ম‍্যারিনেট করতে হবে।
 4. 4 এবার কলাপাতার টুকরোর মাঝখানে কিছুটা মশলা সহ একটা করে মাছের পিস আর একটা চেরা কাঁচালঙ্কা রেখে পাতাটা মুড়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে।
 5. 5 এগুলো মাইক্রোওয়েভ এর গ্রীল মোডে বা ননস্টিক গ্রীল প‍্যানে এপিঠ ওপিঠ 10 মিনিট করে মোট 20 মিনিট ছেঁকে নিতে হবে।
 6. 6 এরপর একটু ঠান্ডা হলে সুতা খুলে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

No reviews yet.

 • ভাপা ভেটকি

  5 likes
 • সীম পাতুরী

  5 likes
 • টমেটো ভেটকি

  9 likes
 • টমেটো ভেটকি

  6 likes
 • বেগুন ভেটকি

  3 likes
 • ভেটকি পাতুরি

  9 likes