হোম / রেসিপি / Micky mouse cutlet

Photo of Micky mouse cutlet by Tamali Rakshit at BetterButter
208
29
0.0(2)
0

Micky mouse cutlet

Mar-16-2018
Tamali Rakshit
30 মিনিট
প্রস্তুতি সময়
45 মিনিট
রান্নার সময়
10 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Micky mouse cutlet রেসিপির সম্বন্ধে

যেকোন সব্জি বাচ্চাদের খাওয়ানো সব মায়েদের পক্ষেই খুব বড় একটা চিন্তার বিষয়। কারণ বাচ্চারা সব্জি একদম পছন্দ করে না। আবার বাচ্চাদের রোজকার খাদ্যতালিকায় সব্জি না রাখলেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই আমি নানারকম সব্জি আর সয়াবীন দিয়ে এই সুস্বাদু আর পুষ্টিকর কাটলেট টা বানিয়েছি।

রেসিপি ট্যাগ

  • ডিম ছাড়া
  • মধ্যম
  • বাচ্চাদের রেসিপি
  • ভাজা
  • এপেটাইজার
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 10

  1. পুরের উপকরণ:
  2. ১ টা বড় সাইজের গাজর কুড়িয়ে নেওয়া
  3. ১৪-১৫ টা কচি বিনস ছোট করে কুচিয়ে সিদ্ধ নেওয়া
  4. ১ টা ছোট ক্যাপসিকাম কুচিয়ে নেওয়া
  5. ২ টি মাঝারি সাইজের আলু সিদ্ধ
  6. ছোট ১ বাটি সয়াবীন সিদ্ধ করে নেওয়া
  7. ১ টা বড় পেঁয়াজ কুচি
  8. ১০-১২ টা রসুনের কোয়া কুচি
  9. ১ চা চামচ আদা বাটা
  10. অল্প ধোনে পাতা কুচি
  11. অ্যরিগ‍্যানো ১/২ চা চামচ
  12. গোলমরিচ গুঁড়ো স্বাদমতো
  13. নুন স্বাদ মতো
  14. সামান্য চিনি
  15. রিফাইন তেল
  16. বাইরের আবরণের উপকরণ:
  17. ময়দা ২ টেবিল চামচ
  18. জল পরিমাণমত
  19. কর্ণফ্লেক্স বড় ১ কাপ
  20. ভাজার জন্য রিফাইন তেল

নির্দেশাবলী

  1. আমি যে পরিমানে সমস্ত উপকরণ নিয়েছি, এই ছবিতে সেভাবে দেওয়া রয়েছে।
  2. প্রথমে সিদ্ধ আলুগুলো হাত দিয়ে অল্প চটকে রাখতে হবে।
  3. তারপর সেদ্ধ সয়াবীন গুলো মিক্সিতে বেটে নিতে হবে।
  4. এবার কড়াইতে পরিমাণমতো তেল গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজতে হবে।
  5. পেঁয়াজে লালচে রং ধরলে রসুনকুচি আর আদা বাটাটা দিয়ে দিতে হবে।
  6. আদা, রসুন ভাজা হলে গাজর কুড়ো, সিদ্ধ বিনস, ক্যাপসিকাম কুচি আর সামান্য নুন দিয়ে দিতে হবে।
  7. গাজর, বিনস আর ক্যাপসিকাম কিছুটা নরম হলে সয়াবীন বাটা, গোলমরিচ আর অরিগ‍্যানো টা দিয়ে দিতে হবে।
  8. এই মিশ্রণটা ভালোমতো ভাজা ভাজা হলে সেদ্ধ আলু, চিনি আর নুন দিয়ে দিতে হবে।
  9. মন্ডটা বেশ কিছুক্ষণ ভাজার পর ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে।
  10. পুরটা আর কিছুক্ষন নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে।
  11. পুরটা ঠান্ডা হলে তার থেকে পছন্দমতো আকৃতি গড়তে হবে।
  12. ময়দা আর সামান্য জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে।
  13. কর্ণফ্লেক্স টা গুঁড়ো করে নিতে হবে।
  14. এবার কাটলেট গুলো ময়দার গোলায় ডুবিয়ে কর্ণফ্লেক্স দিয়ে আবৃত করে দিতে হবে।
  15. এবার কড়াইতে বেশ অনেকটা পরিমান তেল দিয়ে মাঝারি থেকে বেশি আঁচে কাটলেট গুলো ভাজতে হবে।
  16. এভাবে সবকটা কাটলেট লাল করে ভেজে নিতে হবে।
  17. কাটলেটগুলো ভাজা হলে মনের মতো করে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রিভিউ (2)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Moumita Malla
Mar-18-2018
Moumita Malla   Mar-18-2018

Amazing

Soma Mukherjee
Mar-16-2018
Soma Mukherjee   Mar-16-2018

দারুন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার