হোম / রেসিপি / Nodules with cabbage roll

Photo of Nodules with cabbage roll by শংকরী পাঠক at BetterButter
512
8
0.0(1)
0

Nodules with cabbage roll

Mar-17-2018
শংকরী পাঠক
20 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Nodules with cabbage roll রেসিপির সম্বন্ধে

নুডলস তো সব বাচ্চাদের ই পছন্দের। তার সাথে উপরি পাওনা ক্যাবেজ রোল। ফিউশন রেসিপি। খেতে বাচ্চা থেকে বড়ো আশা করি সকলেরই ভালো লাগবে।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • বাচ্চাদের রেসিপি
  • ফিউশন
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. বাঁধা কপির রোল বানানোর উপকরন :বাঁধা কপির ভেতরে পাতা 4টি
  2. পেঁয়াজ কুচি 1 টা মাঝারি আকারের
  3. রসুন কুচি হাফ চা চামচ
  4. আদা বাটা হাফ চা চামচ
  5. কাঁচা লঙ্কা কুচি 1 চা চামচ
  6. বটম মাশরুম কুচি 8 থেকে 10 টা
  7. মাখন 1 চা চামচ
  8. গ্রেড করা চিজ 1 টা ছোট টুকরো
  9. কুচো চিংড়ি 100 গ্রাম ধুয়ে নুন হলুদ মাখানো
  10. গোল মরিচ গুঁড়ো হাফ চা চামচ
  11. নুন স্বাদ মত
  12. নুডলস বানানোর উপকরন ;নুডলস বড়ো প্যাকেট এর হাফ প্যাকেট
  13. নুন স্বাদ মত
  14. সাদা তেল প্রয়োজন মতো
  15. টমেটো সস
  16. সয়া সস হাফ চা চামচ
  17. গোল মরিচ গুঁড়ো হাফ চা চামচ

নির্দেশাবলী

  1. বাঁধা কপির পাতা থেকে মোটা সিরা কেটে ভাপিযে নিন।
  2. নুডলস সেদ্ধ করে নিন।
  3. পেঁয়াজ, রসুন, আদা ও চিংড়ি একসাথে ভেজে নিন ও মিক্সি তে পেষ্ট করে নিন।
  4. তৈরী করা পেষ্ট সাথে মাশরুম, চিজ, নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গোল মরিচ গুঁড়ো, রোলের সব উপকরণ মাখন বাদে একসাথে মিশিয়ে নিন।
  5. বাঁধা কপির পাতাতে মাখন ব্রাশ করে পুর ভরে স্টিমার রেখে 5 মিনিট স্টিম করে নিন।
  6. এই ফাঁকে কড়াইতে তেল দিয়ে সেদ্ধ নুডলস নুন,গোলমরিচ গুঁড়ো, সয়া সস, টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে প্লেটে সাজিয়ে দিন।
  7. উপর থেকে বাঁধা কপির রোল সাজিয়ে টমেটো সস ছড়িয়ে দিন।
  8. গরম গরম পরিবেশন করুন।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Tulika Santra
Mar-17-2018
Tulika Santra   Mar-17-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার