হোম / রেসিপি / Banana walnuts Cake

Photo of Banana walnuts Cake by Rana Sen at BetterButter
601
7
0.0(1)
0

Banana walnuts Cake

Mar-24-2018
Rana Sen
20 মিনিট
প্রস্তুতি সময়
45 মিনিট
রান্নার সময়
6 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Banana walnuts Cake রেসিপির সম্বন্ধে

ইয়াম্মি এবং হেলদি।

রেসিপি ট্যাগ

  • শিশুদের রেসিপি

উপকরণ পরিবেশন সংখ্যা: 6

  1. আমূল বাটার ১১০ গ্রাম
  2. চিনি ১/২ কাপ
  3. ব্রাউন সুগার ১/২ কাপ
  4. ডিম ২ পিস
  5. ভ্যানিলা এসেন্স ২ টেবিল চামচ
  6. ময়দা ১ ১/২ কাপ ( দেড় কাপ)
  7. বেকিং পাউডার ১ চা চামচ
  8. নুন ১/২ চা চামচ (হাফ চা চামচ)
  9. দই ১/২ কাপ (হাফ কাপ)
  10. ওয়াল নাট কুচি করা ১/২ কাপ ( হাফ কাপ)
  11. পাঁকা কলা ৩ পিস ( খুব পাকা)

নির্দেশাবলী

  1. সবার আগে ওভেন এ প্রি হিট করুন ১৭৫° এ তার পর একটা পাত্রে বাটার, ভ্যানিলা এসেন্স ,চিনি ও ব্রাউন সুগার দিয়ে ইলেকট্রনিক হ্যান্ড বিটের দিয়ে বিট করে নিতে হবে ১০ মিনিটস।
  2. চিনি ও বাটার যখন ভালো ভাবে মিক্স হয়ে যাবে, তার পর ডিম দিয়ে আবার বিট করতে হবে ৫ মিনিটস।
  3. কলা ৩ টে ছড়িয়ে মিক্সি টে দিয়ে ব্লান্ড( পেস্ট) করে রাখুন
  4. ময়দার সাথে বাকিং পাউডার ভালো করে মিলিয়ে রেখে দিন,
  5. ডিম যখন বাটার এর সাথে মিক্স হয়ে যাবে তখন , দই, কলা, ময়দা ও ওয়্যাল নাট দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিন। কিছু ওয়াল নাট রেখে দিন । কেক এর ওপর ছড়িয়ে দিন।
  6. এবার মোল্ড a বাটার বা তেল ব্রাশ করে মোল্ড এর মধ্যে মিক্সচার দিন
  7. বেক করুন ৩৫ থেকে ৪০ মিনিটস প্রযন্ত। ৪০ মিনিটস পর টুথ পিক ফুটিয়ে দেখে নিন। টুথ পিক শুকনো থাকলে বার করে ঠান্ডা করে তার পর মোল্ড থেকে বার করবেন।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Tulika Santra
Mar-24-2018
Tulika Santra   Mar-24-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার