হোম / রেসিপি / পেপার চিকেন

Photo of PEPPER chicken by paramita Dutta at BetterButter
426
7
0.0(0)
0

পেপার চিকেন

Apr-04-2018
paramita Dutta
5 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

পেপার চিকেন রেসিপির সম্বন্ধে

এটা খুব সহজ এবং খুব সুস্বাদু একটি পদ

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • প্রতিদিন
  • কম ফ‍্যাট

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. চিকেন -1/2 কেজি
  2. পিয়াজ-1 টি
  3. রসুন-মিডিয়াম সাইজের আধা
  4. আদা-2ইঞ্চি
  5. টমেটোর-1টি
  6. ধনেপাতা-পাতলা 1 অটি
  7. বাটার-1 চামচ
  8. ব্ল্যাক পেপার পাউডার -1 টেবিল চামচ
  9. ক্রীম-2 টেবিল চামচ
  10. নুন-স্বাদ মতো
  11. জল-অল্প
  12. কর্নফ্লাওয়ার-1 চামচ

নির্দেশাবলী

  1. প্রথম চিকেন টা অল্প জল ও নুন দিয়ে কুকার এ সিটি মারতে হবে
  2. তারপর কুকার খুলে তাতে আধা ক্রিম ও পেপার পাউডার দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম এ রাখতে হবে
  3. এবার আদা রসুন পিয়াজ টমেটোর ধনেপাতা ও একটা কাঁচালঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে
  4. করাই এ বাটার দিয়ে তাতে পেস্ট টা দিয়ে ভালো করে কোষ তে হবে
  5. মসলায় চিকেন স্ট্রু টা দিয়ে ও তাতে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোষ তে হবে
  6. তারপর চিকেন দিয়ে কসে বাকি স্ট্রু টা দিয়ে ফুট তে দিতে হবে
  7. হয়ে গেলে নুন ক্রিম ও পেপার পাউডার দিয়ে নামিয়ে নিতে হবে

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার