হোম / রেসিপি / নারকেল দিয়ে শোলা কচু

Photo of Narkel shola kachu by Keya Deb at BetterButter
883
5
0.0(0)
0

নারকেল দিয়ে শোলা কচু

Apr-23-2018
Keya Deb
1800 মিনিট
প্রস্তুতি সময়
25 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

নারকেল দিয়ে শোলা কচু রেসিপির সম্বন্ধে

শোলা কচু অনেকে অনেক রকম ভাবে রান্না করেন ।চিংড়ি মাছ দিয়ে ,ইলিশ মাছের মাথা দিয়ে বা শুধু পেঁয়াজ রসুন দিয়েও অনেকে রান্না করেন । কিন্তু আজ আমি করেছি সম্পূর্ণ নিরামিষ ভাবে নারকেল কোড়া দিয়ে ,,নববর্ষের মেণুতে কিন্তু এই পদটি রাখাই যেতে পারে ।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • উৎসব
  • সাইড ডিশ্(আনুষঙ্গিক পদ)
  • শুদ্ধ শাকাহারী

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. শোলা কচু ১ আঁটি
  2. নারকেল কোড়া হাফ মালাই
  3. কাঁচা লঙ্কা ৪/৫ টি
  4. বাদাম ১০/১২ টি
  5. হলুদ গুঁড়ো ১ চামচ
  6. নুন স্বাদমতো
  7. চিনি ১ চামচ
  8. সরষের তেল ৭-৮ চামচ( প্রয়োজনে বেশি)
  9. আস্ত জিরে ২ চামচ
  10. আস্ত মৌরী ২ চামচ
  11. আস্ত ধনে ২ চামচ
  12. তেজ পাতা ১ টি

নির্দেশাবলী

  1. কচু ধুয়ে আঁশ ছাড়িয়ে কেটে নিন ।
  2. প্রেশার কুকারে কচু দিয়ে ২ /৩ টে সিটি দিয়ে কচুগুলো সিদ্ধ করে নিন ।
  3. সিদ্ধ করার জন্য জল দেওয়ার দরকার নেই ,,প্রথমে প্রেশার কুকার বন্ধ করে আঁচ কমিয়ে যাখুন ,,কচু থেকে জল বেরোবো ,ঐজলেই কচু সিদ্ধ হয়ে যাবে ।
  4. প্রয়োজন মনে করলে অল্প জল দিতে পারেন ।
  5. সিদ্ধ হয়ে যাওয়া কচু জল ঝড়িয়ে রাখুন ।
  6. নারকেলটা কুড়িয়ে নিন।
  7. কড়াই গরম করে শুকনো খোলায় জিরে,মৌরী,আর ধনে দিয়ে নাড়ুন ,লালচে রঙ ও সুন্দর গন্ধ বের হলে নামিয়ে নিন ।
  8. একটা নোড়া দিয়ে মশলাটা পিষে পাউডার বানিয়ে রাখুন।
  9. কড়াইতে তেল গরম করে বাদাম ভেজে নিন।
  10. এভার ঐ তেলে তেজপাতা ,লঙ্কা ফোড়ণ দিয়ে জল ঝড়িয়ে রাখা কচুটা ঢেলে দিন ।
  11. নাড়তে থাকুন ।
  12. নুন হলুদ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন ।
  13. খুন্তি দিয়ে কচু ঘেঁটে দিন ।
  14. আঁচ কমিয়ে ঢেকে দিন ‌।
  15. মাঝে মাঝে নেড়ে দিন ।
  16. বাদাম ভাজা দিয়ে দিন ।
  17. জল শুকিয়ে আসলে নাড়কেল কোড়া দিয়ে মিশিয়ে দিন ।
  18. নাড়ুন ,এবার চিনি দিয়ে দিন ।
  19. শুকনো শুকনো করে নিন ।
  20. নামানোর ৫ মিনিট আগে বানিয়ে রাখা মশলাটা দিয়ে নেড়ে নামিয়ে নিন ।
  21. এবার উপর থেকে কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করুন ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার