হোম / রেসিপি / পনির কচুরি ও কসুরি আলুর দম

Photo of Paneer kachori with dum aloo by Uma Sarkar at BetterButter
599
4
0.0(0)
0

পনির কচুরি ও কসুরি আলুর দম

Apr-24-2018
Uma Sarkar
20 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

পনির কচুরি ও কসুরি আলুর দম রেসিপির সম্বন্ধে

পনির পুর ভরা কচুরি সাথে অন্য রকম আলুর দম।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • প্রতিদিন
  • পাঞ্জাবি
  • ঢিমে আঁচে রান্না
  • ভাজা
  • সাঁতলান
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • শুদ্ধ শাকাহারী

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ছোট আলু - 500 গ্রাম
  2. পেঁয়াজ বাটা- 1/2 কাপ
  3. টমাটো কুচি - 1/2 কাপ
  4. আদা রসুন বাটা - 1 টেবিল চামচ
  5. দই - 1/4 কাপ
  6. লংকাগুঁড়ো - 1 চা চামচ
  7. ধনে গুঁড়ো - 1 চা চামচ
  8. কসুরি মেথি - 1 টেবিল চামচ
  9. কাজুবাদাম - 7-8 টা
  10. শুকনো নারকেল টুকরো - 5-6 টা
  11. দারুচিনি - 2 টুকরো
  12. লবঙ্গ - 4 টি
  13. এলাচ - 4 টি
  14. হলুদ গুঁড়ো 1 চা চামচ
  15. নুন পরিমান মতো
  16. চিনি - 1 চা চামচ
  17. ময়দা - 1 1/2 কাপ
  18. তেল - 3 টেবিল চামচ
  19. নুন - 1 চা চামচ
  20. পনির - 1/2 কাপ
  21. ছাতু - 1 টেবিল চামচ
  22. ভাজা মশলা - 1 চা চামচ
  23. চিলি ফ্লেক্স 1 চা চামচ
  24. নুন চিনি অল্প

নির্দেশাবলী

  1. ময়দায় নুন তেল মিশিয়ে জল দিয়ে নরম করে মেখে নিতে হবে ও ঢাকা দিয়ে রাখতে হবে ।
  2. আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে।
  3. কাজুবাদাম ও শুকনো নারকেল টুকরো পাউডার করে নিয়ে দই দিয়ে মিহি পেসট করতে হবে।
  4. তেল গরম করে আলু ভেজে তুলে নিতে হবে । এবার ওই তেলে তেজপাতা, শুকনো লংকা ও গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিতে হবে ।
  5. ভালো করে ভেজে নিতে হবে। এবার টমাটো কুচি ও সব শুকনো মশলা দিয়ে কষাতে হবে । টমাটো কুচি গলে গেলে ভাজা আলু ও কাজুবাদাম, নারকেল বাটা দিতে হবে ।
  6. নুন চিনি দিয়ে কষাতে হবে যতক্ষণ না পাশ থেকে তেল ছেড়ে আসে। এবার অল্প জল দিয়ে ফোটাতে হবে ও কসুরি মেথি ও দিতে হবে। মাখোমাখো করে নামাতে হবে ।
  7. গ্রেট করা পনিরের সাথে ছাতু ও বাকি মশলা মেশাতে হবে।
  8. মাখা ময়দা থেকে লেচি করে নিতে হবে ।এবার লেচির মধ্যে পনির পুর ভরে নিতে হবে । বেলে নিয়ে ছাঁকা তেলে ভেজে তুলে নিতে হবে।
  9. গরম আলুর দমের সাথে পরিবেশন করুন ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার