Open in app

রেনবো মকটেল

0পর্যালোচনা
রেটিং দিন!
প্র সময়  480 min
রান্নার সময়  0 min
পরিবেশন করা  1 people
 • কিউই ক্রাস ২ চা চামচ
 • ম্যাঙ্গ জুস ২ টেবিল চামচ
 • অরেঞ্জ জুস ২ টেবিল চামচ
 • লেবু র রস ১চা চামচ
 • লাল ফুড কালার ২ ফোটা
 • ব্লু ফুড কালার ২ফোটা
 • বরফ এর টুকরো ৪টি
 • সোডা ওয়াটার ১কাপ
 • চিনি র সিরাপ ৪ চা চামচ
 1. সমস্ত উপকরণ একএ করে ফেলুন।
 2. একটা বাটিতে লেবু র রস করে নিতে হবে।
 3. গ্লাস এ লেবু র রস করে দিতে হবে।
 4. তারপর আস্তে আস্তে গ্লাসের গা দিয়ে ম্যাঙ্গ জুস ঢেলে দিতে হবে।
 5. কিউই ক্রাশ আর ২ টেবিল চামচ সোডা ওয়াটার একসাথে মিক্স করে গ্লাসের গা দিয়ে আস্তে আস্তে ঢালতে হবে।
 6. তারপর অরেঞ্জ জুস ও গ্লাসের গা দিয়ে আস্তে আস্তে ঢালতে হবে।
 7. সোডা তে ব্লু ফুড কালার আর এক চামচ চিনি র সিরাপ মিশিয়ে একই পদ্ধতিতে গ্লাসে ঢেলে দিতে হবে।
 8. রেড ফুড কালার সোডা ওয়াটার আর চিনি র সিরাপ মিশিয়ে একই পদ্ধতিতে গ্লাসের গা দিয়ে আস্তে আস্তে ঢালতে হবে। তৈরী রেনবো মকটেল।
 9. বরফ এর টুকরো দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

No reviews yet.

 • অরেঞ্জ মকটেল

  6 likes
 • সানরাইজ মকটেল

  5 likes
 • সানরাইজ মকটেল

  3 likes
 • রেনবো সুইট ব্রেড

  13 likes
 • পিঙ্ক লেডি মকটেল

  10 likes
 • ব্লু লেগুন মকটেল

  8 likes