Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

৭টা প্রয়োজনীয় ঘরোয়া উপায় স্ট্রেচ মার্ক অথবা ত্বকের ফাটা দাগ থেকে মুক্তি পাওয়ার

আমাদের মধ্যে কেউ স্ট্রেচ মার্ক বা ত্বকের ফাটা দাগ পছন্দ না করলেও আমাদের প্রত্যেককে এর সম্মুখীন হতে হয় । সাধারণত এই দাগ গর্ভাবস্থায় হয় , অনেক সময় আকস্মিক ওজন বাড়লে বা কমলেও হয় । এই কুৎসিত লালচে দাগ বেশির ভাগ দেখা যায় পেটে , স্তনে , থাইতে , উরুতে আর কাঁধে । এই দাগ গায়ের রঙের উপর নির্ভর করে আর কিছুটা পরিবারের এই দাগ হওয়ার ইতিহাস থাকলে হয় এর জন্য মহিলারা তাদের প্রিয় পোশাক পড়তে দ্বিধা বোধ করেন

চিন্তা করবেন না কিছু ঘরোয়া পদ্ধতির দ্বারা এই দাগ পুরোটা না হলেও অনেকটা নির্মূল করা যায় ।

 

১। ভিক্স ভেপোরাব

ভিক্স ভেপরাবে আছে বিভিন্ন অপরিহার্য তেল যা এই দাগকে আবছা করে তোলে।

কি করে ব্যবহার করবেন –কিছুটা ভিক্স ভেপরাব ক্ষতিগ্রস্থ জায়গায় লাগান আর জায়গাটা কিছু দিয়ে ঢেকে রাখুন সারারাত ।

 

২। কফির প্যাক

কফিতে থাকা ক্যাফাইনে  আছে উচ্চ পরিমানের অ্যান্টিঅক্সিডেন্ট যা দাগ হালকা করতে সাহায্য করে ।

কি করে ব্যবহার করবেন- সামান্য কিছু কফির দানা মিক্সি তে গুঁড়ো করে নিন অল্প জল সহযোগে আর সেই পেস্ট আপনার ত্বকে লাগান । বৃত্তাকার গতিতে ৩-৫ মিনিট মালিশ করুন আর ধুয়ে নিন ।

 

৩। দই আর হলুদ

হলুদ এ আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর ত্বকের রঙ হালকা করার প্রক্রিয়া যা স্ট্রেচ মার্ক্স্ হালকা করে দেয় । দই ত্বকের যত্ন নেয় আর মসৃণ করে ।

কি করে ব্যবহার করবেন – ১ চামচ হলুদ আর দই নিয়ে ভালো করে মিশিয়ে নিন আর সেটা দাগের উপর লাগান আর ১০-১৫ মিনিট পর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন ।

 

৪। আলুর রস

আলুতে আছে ভিটামিন আর খনিজ লবণ আর আছে প্রাকৃতিক ব্লিচিং বা দাগ তোলার বৈশিষ্ট্য।

কি করে ব্যবহার করবেন- একটা আলুর রস নিয়ে সেটা আপনার  ত্বকের ফাটা দাগ এ লাগান আর ১৫-২০ মিনিট পর উষ্ণ গরম জলে ধুয়ে নিন ।

 

৫। আলমণ্ড( কাঠ বাদাম) তেল

আলমণ্ড তেল এ আছে উচ্চ পরিমানের ভিটামিন বি আর অন্য পুষ্টিগুণ , যা ত্বকের জন্য কার্যকারী আর দাগ হালকা করতে সাহায্য করে ।

কি করে ব্যবহার করবেন – ১-২ ফোঁটা আলমণ্ড তেল নিন আর তাতে ১-২  ফোঁটা গন্ধসার তেল দিন আর অল্প গরম করে নিন । এবার এই তেল ক্ষতিগ্রস্ত জায়গায় রোজ রাতে লাগান ।

 

৬। শসা আর লেবুর জুস

শসা ত্বক কে ঠাণ্ডা রাখে আর লেবু ত্বকের যে কোনো দাগ তুলতে সাহায্য করে ।

কি করে ব্যবহার করবেন-  সমান পরিমানে লেবুর আর শসার জুস মিশিয়ে নিন আর দাগের উপর লাগিয়ে রাখুন ১০-১৫ ধরে আর তারপর উষ্ণ জলে ধুয়ে নিন ।

 

৭। ঘরের তৈরি স্ট্রেচ মার্ক ক্রিম

ঘরোয়া স্ট্রেচ মার্ক্ ক্রিম তৈরি হয় ডিম , আলমণ্ড পেস্ট , লেবুর রস আর ওট মিল দিয়ে । এই উপকরন ত্বকের যত্ন নেয় আর চামড়ার টান ভাব বজায় রাখে ।

কি করে ব্যবহার করবেন- দুটো ডিমের কুসুম নিয়ে ভালো করে ফেটিয়ে নিন , এতে ১ চামচ লেবুর রস , আর ২ চামচ আলমণ্ড পেস্ট আর ওটমিল বা যবের আটার পেস্ট মেশান , আর দাগের উপর লাগান আর শুঁকোতে দিন , শুকিয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ঘষে তুলে দিন ।

প্রতিদিন এই পদ্ধতি গুলো ব্যবহার করলে দাগ অনেক হালকা হয়ে যাবে । যদি আপনার কাছে আরও ভালো কিছু উপায় থাকে তাহলে আমাদের সাথে ভাগ করে নিন ।

 

Image Source: central readers, stylecraze, youtube, the health site, healthline, askonyeka, NDTV food, ricky’s beauty guide