হোম / রেসিপি / সবুজ আপেল ক্র্যাশ ফালুদা

Photo of Green apple crush falooda by Uma Sarkar at BetterButter
1546
11
0.0(0)
0

সবুজ আপেল ক্র্যাশ ফালুদা

May-27-2018
Uma Sarkar
10 মিনিট
প্রস্তুতি সময়
5 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

সবুজ আপেল ক্র্যাশ ফালুদা রেসিপির সম্বন্ধে

এটা একটা ঠান্ডা পানীয় । এরপর মধ্যে অনেক কিছু থাকে ও খেতেও ভালো লাগে গরমে।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • অন্য
  • হায়দেরাবাদী
  • ঠান্ডা করা
  • ঠান্ডা পানীয়
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. ঘন দুধ - 2 কাপ ( ঘরে দুধ ফুটিয়ে বানানো। )
  2. চিনির রস - 1/4 কাপ ( কম বেশি করা যায়)
  3. কালাকাঁদ - 2 পিস
  4. রাইস নুডলস - 2 - 3 টেবিল চামচ
  5. ফালুদা ( সাবজা) - 2 টেবিল চামচ (ভেজানো)
  6. গ্রীন আপেল ক্র্যাশ - 1/4 কাপ
  7. বরফ কয়েকটা

নির্দেশাবলী

  1. দুধ ,চিনি ও কালাকাঁদ এক সঙ্গে ভালো করে মেশাতে হবে। ।
  2. কাঁচের গ্লাসে আপেল ক্র্যাশ লাগিয়ে নিতে হবে ।
  3. চিনির সিরাপে ফোটানো রাইস নুডলস দিতে হবে।
  4. এরপর ফালুদা দিয়ে ঠান্ডা দুধের মিশ্রন দিতে হবে।
  5. ওপরে গ্রীন আপেল ক্র্যাশ ও বরফ দিতে হবে। পুদিনা পাতা ও চেরি সাজিয়ে ঠান্ডা পরিবেশন করুন ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার