চকলেট লচ্ছি
প্র সময় 360 min
রান্নার সময় 180 min
পরিবেশন করা 3 people
Tanhisikha Mukherjee28th May 2018
Chocolate Lassie সম্বন্ধে
Ingredients to make Chocolate Lassie in bengali
- মিষ্টি দই ৪ টেবিল চামচ
- দুধ ২কাপ
- চকলেট সিরাপ (২টেবিল চামচ) বা চকলেট পাউডার (২ চা চামচ) বা ডার্ক চকলেট এর টুকরো
- বরফ এর টুকরো ৮ টি
- সাজাবার জন্য চকলেট রাইস ২চা চামচ
- চোচো স্টিক ৩টি
- চকলেট পাউডার
How to make Chocolate Lassie in bengali
- সমস্ত উপকরণ একএ করে নিয়েছি।
- মিক্সার এ সব কিছু একসাথে দিয়ে দিলাম
- মিক্স করতে হবে।
- গ্লাসের ধার এ চকলেট সিরাপ মাখিয়ে তাতে চকোরাইস লাগিয়ে রাখলাম পরিবেশন এর জন্য।
- দই, দুধ আর বরফ এর টুকরো দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।