Mango icecream সম্বন্ধে
Ingredients to make Mango icecream in bengali
- ১ কাপ = ২০০ গ্রাম( মেসারমেন্ট অনুযায়ী)
- আম এর পেস্ট ১ কাপ
- দুধ ১ কাপ
- ক্রিম ১ কাপ
- কনডেন্স মিল্ক ১ কাপ
- কাজু এবং কাঠবাদাম আধ ভাঙা পাওডার ১/৪ কাপ
- সাজানোর জন্য কাঠবাদাম ৪ টি
How to make Mango icecream in bengali
- একটি মিক্সির জার নিয়ে তাতে দুধ, আম, কনডেন্সড মিল্ক, ক্রিম দিয়ে দেব
- তারপর জার এর ঢাকা লাগিয়ে মিক্সিতে ঘুরিয়ে একসাথে মিশিয়ে নেব
- এবার ঢাকা খুলে মিশ্রণ টি একটি এয়ার টাইট টিফিন বক্স এ ঢেলে দেব
- এবার টিফিন এর ঢাকা বন্দ করে টিফিন টি ডিপ ফ্রীজে রেখে দেব
- আইসক্রিম টি যখন অর্ধেক বসবে সেই সময় টিফিন বক্স টি ফ্রীজ থেকে বের করে মিশ্রণ টি আবার মিক্সির জার এ ঢেলে , জার এর ঢাকা বন্দ করে মিক্সিতে ঘুরিয়ে নেব
- মিক্সিতে মিশিয়ে নেয়ার পর আবার একি টিফিন বক্স এ মিশ্রণ টি ঢেলে নেব এবং টিফিন এর ঢাকা লাগিয়ে টিফিন টি ডিপ ফ্রীজে রেখে দেব
- এই একই ভাবে ৪ বার করবো
- ৪ বারের বেলায় মিক্সিতে মেশানোর পর যখন মিশ্রণ টি টিফিন বক্স এ ঢালব তখন তাতে কাজু আর কাঠবাদাম এর পাউডার টাও তাতে মিশিয়ে দেব
- এবার টিফিন এর ঢাকা লাগিয়ে ডিপফ্রীজে রেখে দেব
- আইসক্রিম জখন পুরোপুরি বসে যাবে তখন ফ্রীজ থেকে টিফিন বক্স টি বের করে নেব
- এবার ঢাকা খুলে আইসক্রিম টি স্কুপ করে একটি প্লেটে সাজিয়ে নেব
- এবার ৪ টি কাঠবাদাম যে রাখা ছিল সেগুলি কেটে আইসক্রিম এর ওপর থেকে ছড়িয়ে দেব
- আমাদের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম রেডি
Reviews for Mango icecream in bengali
No reviews yet.
Recipes similar to Mango icecream in bengali
ম্যাংগো সেক
7 likes
ম্যাংগো সেক
9 likes
ম্যাংগো মুজ
7 likes
ম্যাংগো ফাজ
4 likes
ম্যাংগো শেক
2 likes
পান আইসক্রিম
11 likes