হোম / রেসিপি / এরোমা কোল্ড টি

Photo of Aroma cold tea by Papia Chakrabarty at BetterButter
678
6
0.0(0)
0

এরোমা কোল্ড টি

May-30-2018
Papia Chakrabarty
8 মিনিট
প্রস্তুতি সময়
2 মিনিট
রান্নার সময়
1 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

এরোমা কোল্ড টি রেসিপির সম্বন্ধে

প্রবল গরমে এই চা শরীর চাঙ্গা করে

রেসিপি ট্যাগ

  • সহজ
  • ডিনার পার্টি
  • ফোটানো
  • ঠান্ডা করা
  • ঠান্ডা পানীয়
  • কম ক্যালোরি

উপকরণ পরিবেশন সংখ্যা: 1

  1. জল ১ কাপ
  2. চিনি ২ চা চামচ
  3. তুলসী পাতা ৫/৬ টা
  4. আদা ১/২ ইঞ্চি
  5. দার্জিলিং চা পাতা ১ চা চামচ
  6. মধূ ১ চা চামচ
  7. পাতি লেবুর রস ১ চা চামচ
  8. বিট নুন ১ চিমটে
  9. ৪/৫ টুকরো বরফ

নির্দেশাবলী

  1. প্রথমে প্যানে জল, আদা কুচি, চিনি, তুলসী পাতা দিয়ে ভালো করে ফোটাতে হবে।
  2. ফুটে উঠলে চা পাতা দিয়ে ১ মিনিট ঢাকা দিয়ে রেখে কাপে ছেঁকে নিতে হবে। আর একদম ঠান্ডা করতে হবে।
  3. ঠান্ডা হয়ে গেলে, লেবুর রস, মধূ আর বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে ৪/৫ টুকরো বরফ দিয়ে পরিবেশন করতে হবে

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার