কলকাতার বিখ্যাত সন্দেশ লস্যি
প্র সময় 5 min
রান্নার সময় 0 min
পরিবেশন করা 1 people
Antara Chakraborty30th May 2018
Kolkata special Sandesh Lassi সম্বন্ধে
Ingredients to make Kolkata special Sandesh Lassi in bengali
- টক দই ১০০ গ্রাম
- চিনি ২ টেবিল চামচ
- বরফ কুচি ১ বাটি
- ঠান্ডা জল ১/২ গ্লাস
- ভাজা জিরে গুঁড়ো ১/৪ চামচ
- বিট লবন গুঁড়ো ১/৪ চামচ
- কাঁচাগোল্লা সন্দেশ ১ টা
How to make Kolkata special Sandesh Lassi in bengali
- সব উপকরণ গুলি নেওয়া হল। ( বিট নুন ও বরফ কুচি বাদে।)
- ব্লেন্ডিং জারে টক দই নেওয়া হল।
- চিনি দেওয়া হল
- ঠান্ডা জল দিয়ে ব্লেন্ড করা হল
- কাঁচাগোল্লা টা মেখে নেওয়া হল মাখা সন্দেশ এর মত করে
- গ্লাস এর ওপরে দেওয়া হল
- ভাজা জিরে গুঁড়ো ,বিট নুন ও বরফ কুচি দিয়ে সার্ভ করা হল