স্ট্রবেরি মার্গারিটা
প্র সময় 10 min
রান্নার সময় 0 min
পরিবেশন করা 2 people
Tanhisikha Mukherjee30th May 2018
Strawberry Margarita সম্বন্ধে
Ingredients to make Strawberry Margarita in bengali
- স্ট্রবেরি ক্রাশ ৪টেবিল চামচ
- চিনি গুড়ো ৩ টেবিল চামচ
- পাতি লেবু র রস ২ টেবিল চামচ
- বরফ এর টুকরো ২০টি
How to make Strawberry Margarita in bengali
- সমস্ত উপকরণ একএ করে ফেলতে হবে।
- মিক্সার এ বরফ এর টুকরো গুলো ভেঙে নিতে হবে।
- স্ট্রবেরি ক্রাশ, গুড়ো চিনি, লেবু র রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- গ্লাসের মুখে লেবু র রস মাখিয়ে গুড়ো চিনি লাগিয়ে স্ট্রবেরি মার্গারিটা ঢেলে একদম চিল্ড ঠান্ডা পরিবেশন করতে হবে।