চকো ব্যানানা মিল্ক শেক
প্র সময় 5 min
রান্নার সময় 0 min
পরিবেশন করা 1 people
Antara Chakraborty31st May 2018
Choco Banana Milk Shake সম্বন্ধে
Ingredients to make Choco Banana Milk Shake in bengali
- কলা ১ টা
- ঠান্ডা দুধ ১ গ্লাস
- চিনি ১ চামচ
- চকোলেট সিরাপ ১ টেবিল চামচ
How to make Choco Banana Milk Shake in bengali
- সব উপকরণ গুলি নেওয়া হল।
- ব্লেন্ডিং জারে কলা টুকরো করে নেওয়া হল।
- এতে ঠান্ডা দুধ ঢালা হল।
- এবার এতে চিনি ও চকলেট সিরাপ ঢেলে ভালোভাবে ব্লেন্ড করা হল।
- চকলেট বেনানা মিল্ক শেক তৈরি।