গ্রীন হানি লেমন আইসড টি
প্র সময় 75 min
রান্নার সময় 10 min
পরিবেশন করা 1 people
Antara Chakraborty1st Jun 2018
Green Honey Lemon Ice Tea সম্বন্ধে
Ingredients to make Green Honey Lemon Ice Tea in bengali
- গ্রিন টি ব্যাগ ১ টি
- জল কাপ
- পাতিলেবু ১ টি
- মধু ১ চা চামচ
- আইস কিউব ৭-৮ টি
How to make Green Honey Lemon Ice Tea in bengali
- আইস কিউব ছাড়া বাকি উপকরণ গুলি নেওয়া হল।
- লেবু অর্ধেক কেটে অর্ধেক অংশ এর স্কিন গ্রেট করে নেওয়া হল।
- একটি প্যান এক কাপ জল ফোটানো হল।
- গ্রেটেড লেবুর খোসা দেওয়া হল।
- ২-৩ মিনিট ফুটিয়ে কাপে ছেঁকে নেওয়া হল ও মধু দেওয়া হল।
- এবার ওতে গ্রিন টি ব্যাগ দেওয়া হল ও বাকি অর্ধেক লেবুর রস বের করে ১/২ চামচ দেওয়া হল।
- 5 মিনিট পর টি-ব্যাগ তুলে নেওয়া হল ও চা ঠান্ডা করে রুম টেম্পারেচার এ আনা হল।
- এবার এক ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেওয়া হল কাপ টাকে।
- এক ঘন্টা পর একটি গ্লাসে আইস কিউব নেওয়া হল।
- ঠান্ডা গ্রিন টি ঢেলে লেবুর টুকরো দিয়ে সার্ভ করা হল।