হোম / রেসিপি / হোয়াইট ফ্রুট কুলার

Photo of White fruit cooler by Sunanda Jash at BetterButter
588
6
0.0(0)
0

হোয়াইট ফ্রুট কুলার

Jun-02-2018
Sunanda Jash
25 মিনিট
প্রস্তুতি সময়
0 মিনিট
রান্নার সময়
1 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

হোয়াইট ফ্রুট কুলার রেসিপির সম্বন্ধে

সব রকমের সাদা রসপূর্ণ ফল দিয়ে তৈরি এক ধরনের ককটেল।শসা, লিচু,গন্ধরাজ লেবুর রস দিয়ে তৈরি হয় এই হোয়াইট ফ্রুট কুলার হা গরমে খুব রিফ্রেশিং, শরীর ও ঠান্ডা রাখে।

রেসিপি ট্যাগ

  • ডিম ছাড়া
  • মধ্যম
  • কিটি পার্টি
  • পূর্ব ভারতীয়
  • মিশ্রণ
  • ঠান্ডা পানীয়
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 1

  1. ২ টি শসা ছোট করে কুচানো
  2. ১ কাপ লিচু ছাড়ানো
  3. ১ টি গন্ধরাজ লেবুর রস
  4. বীট নুন ৩ চা চামচ
  5. জিরে গুঁড়ো ২ চা চামচ
  6. চিনি ৪ চা চামচ
  7. ১/২ কাপ বরফ কুচি
  8. ১ গ্লাস ঠান্ডা জল
  9. ২ চা চামচ চাট মশলা

নির্দেশাবলী

  1. সব ফল গুলোকে একত্রে নিয়ে শসা কুচি,লিচু ছাড়িয়ে নেওয়া হলো,গন্ধরাজ লেবুর টুকরো নেয়া হলো।
  2. ব্লেন্ডারে শসা কুচি, ছাড়ানো লিচু, গন্ধরাজ লেবুর রস, বীট নুন ২ চা চামচ, চিনি ৪ চা চামচ, জিরে গুঁড়ো ২ চা চামচ, ১/২ কাপ বরফ কুচি, ১ গেলাস জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  3. ব্লেন্ডার থেকে মিশ্রণ টা ভালো করে তুলে নেওয়া হলো।
  4. এবার হোয়াইট ফ্রুট কুলার তৈরি,পরিবেশন করুন চাট মসলা,বীট নুন,বরফ কুচি সহযোগে সারভিং ট্রেতে।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার