ডেট (খেজুর) মিল্ক শেক
প্র সময় 10 min
রান্নার সময় 0 min
পরিবেশন করা 1 people
Antara Chakraborty5th Jun 2018
Date Milk Shake সম্বন্ধে
Ingredients to make Date Milk Shake in bengali
- ঠান্ডা দুধ ১ গ্লাস
- খেজুর ৫ টা
- আইস কিউব ৮-১০ টা
- জল ১/৪ কাপ
How to make Date Milk Shake in bengali
- খেজুর ও ঠান্ডা দুধ নেওয়া হল।
- খেজুর বীজ ছাড়িয়ে ৫ মিনিট জলে ভিজিয়ে নরম করে নেওয়া হল।
- মিক্সিং জারে দুধ ও খেজুর দিয়ে ব্লেন্ড করা হল।
- গ্লাসে আইস কিউব নেওয়া হল।
- এতে মিক্সিং জার থেকে মিশ্রণ ঢেলে ওপরে খেজুর এর কুচি দিয়ে গার্নিস করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হল।