হোম / রেসিপি / রাইস বল মাঞ্চুরিয়ান

Photo of Rice ball manchurian by সোমা ভট্টাচার্য at BetterButter
651
4
0.0(0)
0

রাইস বল মাঞ্চুরিয়ান

Jun-09-2018
সোমা ভট্টাচার্য
15 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রাইস বল মাঞ্চুরিয়ান রেসিপির সম্বন্ধে

একটু অন্য রকম এ একটি রান্না । ভীষণ সুস্বাদু। অবশ্যই বানিয়ে দেখুন ।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • কিটি পার্টি
  • চাইনিজ্
  • প্যান ফ্রাই
  • ভাজা
  • স্ন‍্যাক্স
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. বাসি ভাত ১ কাপ
  2. পিঁয়াজকুচি ১/২ কাপ
  3. নুন স্বাদ মতো
  4. গাজর কুচি ১/৪ কাপ
  5. বেসন ৪ চামচ
  6. রসুন কুচি ২ চামচ
  7. আদা কুচি ১ চামচ
  8. লঙ্কা কুচি ১ চামচ
  9. সাদা তেল ৪ চামচ
  10. সর্ষের তেল বড়া ভাজা র মতো
  11. রেড চিলি সস ২ চামচ
  12. সোয়া সস ২ চামচ
  13. টমেটো সস ৪ চামচ
  14. ভিনিগার ১ চামচ
  15. বিস্কুট র গুঁড়া ১/২ কাপ
  16. ধনে পাতা ৪ চামচ

নির্দেশাবলী

  1. বাসি ভাত ,নুন ,পিঁয়াজ, লঙ্কা, ধনে পাতা ,বেসন, গাজর কুচি, জিরা ধনে গুঁড়া সব দিয়া চটকিয়া মেখে নিন ।
  2. গোল গোল বল র আকারে গড়ুন ।
  3. বিস্কুট র গুঁড়া মাখিয়ে ডুব তেল এ ভেজে নিন ।
  4. অন্য করাই তে অল্প সাদা তেল দিন ।
  5. রসুন কুচি ও আদা কুচি দিন ।
  6. রসুন লাল হলে পিঁয়াজ কুচি দিন ।
  7. পিঁয়াজ লাল হলে রেড চিলি সস টমেটো সস সোয়া সস দিন ।
  8. অল্প জল র ছিটা দিয়া কষান ।
  9. অল্প ভিনিগার মেশান ।
  10. হয়ে গেলে রইস বল গুলি দিয়া অল্প টস করে নামিয়ে নিন ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার