হোম / রেসিপি / ফুলকা রুটি

Photo of Fulka Roti by Chanda Shally at BetterButter
653
3
0.0(0)
0

ফুলকা রুটি

Jun-17-2018
Chanda Shally
8 মিনিট
প্রস্তুতি সময়
3 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ফুলকা রুটি রেসিপির সম্বন্ধে

আমাদের দেশের অধিকাংশ লোকের প্রধান খাদ্য হলো রুটি । সহজপাচ্য ও পুষ্টিকর খাবার এটি । এর সাথে তরকারি , বা কষা মাংস দিয়ে দারুন

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • প্রতিদিন
  • প্রধান খাবার
  • ফাইবার যুক্ত

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. আটা 1কাপ
  2. নুন স্বাদ মতো
  3. পরিমান মতো গরম জল

নির্দেশাবলী

  1. আটার সাথে নুন মিশিয়ে গরম জল দিয়ে ভালো করে মেখে নিন ।
  2. মাঝারি সাইজের গোল গোল লেচি কেটে নিতে হবে ।
  3. এবারে আটা ছড়িয়ে তাতে লেচি কে বড় গোল করে বেলে নিতে হবে ।
  4. তাওয়াতে দিয়ে দুপিঠ উল্টে পাল্টে ভালো করে শেঁকে নিতে হবে ।
  5. এবারে রুটি কে আগুনের ওপর রুটি শেকার জালির ওপর রেখে দুদিক উল্টে পাল্টে শেকতে হবে । আগুনেরর ওপর ধরলেই রুটি ফুলে উঠবে ।
  6. এবারে গরম গরম ফুলকে রুটি পরিবেশন করুন ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার