হোম / রেসিপি / বেবি ফুড

Photo of Baby food by সোমা ভট্টাচার্য at BetterButter
2551
2
0.0(0)
0

বেবি ফুড

Jun-19-2018
সোমা ভট্টাচার্য
1440 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
1 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

বেবি ফুড রেসিপির সম্বন্ধে

আমরা সবাই বিভিন্ন রকমের খাবার পোস্ট করছি আমি একটু অন্য রকমের খাবার পোষ্ট করলাম এটি একটি বাচ্চাদের খাবার তাড়াহুড়োর সময় বা বাইরে কোথাও ঘুরতে গেলে এটি বাচ্চাদের খাওয়াতে পারেন খুবই স্বাস্থ্যকর একটি খাবার আমি আমার বাচ্চাকে খাওয়ায় আপনারাও চেষ্টা করে দেখতে পারেন

রেসিপি ট্যাগ

  • মধ্যম
  • প্রতিদিন
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 1

  1. brown rice দুকাপ
  2. মুগ মুসুর ছোলা বিউলি তরকা র ডাল সব মিশিয়ে ১ কাপ
  3. চীনা বাদাম ১ মুঠো
  4. জীরা ১ চামচ
  5. মৌরি ১ চামচ
  6. ঘি ২ চামচ
  7. আমন্ড কয়েক টা

নির্দেশাবলী

  1. চাল টি ভালো করে ধুয়ে জল ঝরিয়া একটি থালায় করে রোদ এ শুকোতে দিন ।
  2. সমস্ত ডাল ও বাদামগুলো একইভাবে ধুয়ে একটি থালায় করে রোদে শুকাতে দিন
  3. একদিন রোদ খাবে খাইয়ে পুরো শুকনো ঝরঝরে করে শুকিয়ে নিন
  4. পরের দিন সকাল বেলা কড়ই গ্যাস বসান
  5. কড়াইয়ের মধ্যে সব চাল ডাল ও বাদাম গুলো দিয়ে দিন
  6. এক চামচ জিরা ও এক চামচ মৌরি দিন
  7. গ্যাস একদম কম করে পুরো লাল করে ভাজুন
  8. ভাজা হলে 2 চামচ ঘি মিশন
  9. এবার ঠাণ্ডা হতে দিন
  10. পুরোটাকে মিক্সিতে একদম মিহি করে পেস্ট করুন
  11. আটা চাল আর চাঁদনিতে ভালো করে চেলে নিন
  12. কৌটোতে ভরে টাইট করে মুখ আটকে ফ্রিজে যতদিন ইচ্ছা রেখে দিন
  13. বাচ্চাকে খাওয়ানোর সময় উষ্ণ গরম জলে পাউডারটি প্রয়োজনমতো গুলিয়ে নুন মিষ্টি দিয়ে খাওয়ান

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার