হোম / রেসিপি / চুরোস্ উইথ্ চকোলেট সস

Photo of Churros with chocolate sauce by Shampa Das at BetterButter
301
7
0.0(0)
0

চুরোস্ উইথ্ চকোলেট সস

Jun-24-2018
Shampa Das
30 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চুরোস্ উইথ্ চকোলেট সস রেসিপির সম্বন্ধে

চুরোস্ একটি অতি জনপ্রিয় মুখরোচক খাবার। বিকেলে চা বা কফির সঙ্গে খুব ভাল লাগে।বাচ্চারা চকোলেট সস দিয়ে খেতে খুবই পছন্দ করবে ।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • প্রতিদিন
  • ইউরোপীয়ান
  • ভাজা
  • স্ন‍্যাক্স
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. ১) পৌনে এক কাপ ময়দা
  2. ২) ২ টেবিল চামচ মাখন
  3. ৩) ২ টেবিল চামচ চিনি
  4. ৪) ২০০ মিলিলিটার জল
  5. ৫) ১ টেবিল চামচ গুঁড়ো চিনি
  6. ৬) ১ চা চামচ দারুচিনি গুঁড়ো
  7. ৭) ভাজার জন্য সাদা তেল
  8. পরিব্শনের জন্য
  9. ৮) চকলেট সস আন্দাজ মতো
  10. পাইপিং ব্যাগ ও স্টার নজল্
  11. যদি আনসল্টেড বাটার ব্যবহার করা হয় তবে এক চিমটে নুন

নির্দেশাবলী

  1. একটি প্যান এ জল চিনি দিয়ে ফুটতে দিতে হবে
  2. এই জলে মাখন দিতে হবে
  3. এবার জলটা ফুটতে দিতে হবে
  4. ময়দা দিতে হবে গরম জলের মধ্যে
  5. ভাল করে মেশাতে হবে একদম লো ফ্লেমে
  6. ততক্ষণ মেলাতে হবে যতক্ষণ না সম্পূর্ণ মিশ্রনটা একটা মন্ডে পরিণত হয়
  7. একটা প্লেটে নামিয়ে নিয়ে একটু মেখে নিতে হবে
  8. পাইপিং ব্যাগ নজল্ দিয়ে তৈরি করে নিতে হবে
  9. এবার মিশ্রনটা পাইপিং ব্যাগ এ ভরে নিতে হবে
  10. কড়াইতে তেল গরম করে নিতে হবে
  11. একট প্লেটে চুরোস্ তৈরি করে রাখতে হবে
  12. মিডিয়াম গরম তেলে ভেজে তুলতে হবে
  13. একটা প্লেটে গুঁড়ো চিনি ও দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিতে হবে
  14. এতে ভেজে রাখা চুরোস্ গড়িয়ে চিনি কোট করে নিতে হবে
  15. এবার পরিবেশন করতে হবে

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার