হোম / রেসিপি / সাদা সুন্দরী

Photo of White Beauty by UMA PANDIT at BetterButter
639
6
0.0(0)
0

সাদা সুন্দরী

Jun-29-2018
UMA PANDIT
5 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

সাদা সুন্দরী রেসিপির সম্বন্ধে

এটি একটি অত্যন্ত সুস্বাদু সন্ধ্যাকালীন জলখাবার । খেতে খুবই সুস্বাদু এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় । চা এর সঙ্গে এক কথায় অনবদ্য ।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • অন্য
  • পশ্চিমবঙ্গ
  • ভাজা
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • গ্লুটেন ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. পাতলা চিড়ে এক কাপ
  2. সাদা তেল ৪ টেবিল চামচ
  3. নুন পরিমাণমতো
  4. বাদাম 4 টেবিল চামচ
  5. কারিপাতা 10 থেকে 12 টা
  6. চাট মসলা 1 চামচ
  7. গোলমরিচের গুঁড়ো এক চামচ
  8. সেও ভাজা দুই টেবিল চামচ
  9. বেদানার দানা সাজাবার জন্য

নির্দেশাবলী

  1. প্রথমে একটা ফ্রাইপ্যানে সাদা তেল গরম করে নিতে হবে ।
  2. চিড়েটাকে একটা প্লেটে মধ্যে ভালো করে বেছে নিতে হবে ।
  3. প্যানে তেল গরম হয়ে গেলে তার মধ্যে বাদাম টাকে ভেজে নিতে হবে ।
  4. এবারে অল্প অল্প করে চিড়ে দিয়ে ভাল করে ভেজে নিতে হবে ।
  5. চিড়ে ভাজা হয়ে গেলে একটা প্লেটে মধ্যে তুলে রেখে দিতে হবে ।
  6. এবারে এরমধ্যে বাদাম ভাজা , চাট মশলা পাউডার , গোলমরিচের গুঁড়ো একসংগে করে মেশাতে হবে ।
  7. কারিপাতা গুলোতে ওই তেলে ভেজে নিতে হবে ।
  8. কারিপাতা নুন ওই মশললাগুলির মধ্যে ভালো করে মেশাতে হবে ।
  9. এবারে একটা সার্ভিং ডিশে ঢেলে উপর থেকে বেদানার দানা ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার