এবারে গ্যাস ননস্টিক করাই বসিয়ে ওতে সাদা তেল দিয়ে গরম করতে হবে,তেল গরম হলে রসুন কুচি দিয়ে একটু নেরে পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা হলে ওতে লঙ্কা কুচি আর সমস্ত ভেজিটেবিল দিয়া দিতে হবে এবং ৫ মিনিট ভালো করে নেড়ে ওতে স্বাদ মতো নুন, চিনি,রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে, স্পেগেটি দিয়ে আরো ভালো করে ৫ মিনিট নাড়তে হবে।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন